পূর্ব বর্ধমান জেলার রায়না ২ নম্বর ব্লকের আরুই অঞ্চলে আজ ১০০ দিনের কাজ পুনরায় চালু করার দাবিতে সরব হল কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়ন। ইউনিয়নের পক্ষ থেকে আজ আনুষ্ঠানিকভাবে ক-৪ ফর্ম জমা দেওয়া হয়।

তাদের স্পষ্ট দাবি—আগামী ১লা আগস্ট থেকে অবিলম্বে ১০০ দিনের কাজ শুরু করতে হবে। বিশেষ করে বর্ষার মরশুমে জল জমে যাওয়ার সমস্যা প্রকট হয়, তাই জলনিকাশির ব্যবস্থা ও নালা সংস্কারের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু করতে হবে বলে দাবি তোলা হয়েছে।
এই বিষয়ে একজন উপভোক্তা তথা বেনিফিশিয়ারি মির্জা আক্তার আলী বলেন,
“আমরা সাধারণ মানুষ, ১০০ দিনের কাজই আমাদের জীবিকার একমাত্র ভরসা। দীর্ঘদিন কাজ বন্ধ, পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে। দ্রুত কাজ না শুরু হলে আমাদের অবস্থা আরও খারাপ হবে।”
আজকের কর্মসূচিতে আরুই অঞ্চলের পঞ্চায়েত প্রধান উপস্থিত না থাকায়, উপস্থিত ছিলেন NS মানস বাবু। তিনি বলেন,
“উপস্থিত সকল দাবিদারদের কথা শুনেছি। বিষয়টি ব্লক প্রশাসন ও পঞ্চায়েত স্তরে জানানো হবে। এলাকার মানুষের সমস্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”
অবশেষে ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে যদি কাজ শুরু না হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে।