মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের পিপলন অঞ্চলের অন্তর্গত বামুনিয়া বাজারে কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির উদ্যোগে একটি প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। কৃষকদের ওপর মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে সেইসব মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতেই মূলত এই কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিবাদ সভা ও মিছিলে কৃষকরা একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। তাঁদের দাবি,
বছরে বিদ্যুৎ বিল ৭ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকার মধ্যে নির্দিষ্ট করতে হবে,
কুইন্টাল প্রতি ধানের মূল্য ৩,০০০ টাকা নির্ধারণ করতে হবে,
কৃষকদের ন্যায্য মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে,
চাষের সময় তথাকথিত ভুতুড়ে বিদ্যুৎ বিলের অজুহাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা চলবে না।
কৃষকদের অভিযোগ, তাঁরা দীর্ঘদিন ধরে ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না। তার ওপর অহেতুক অতিরিক্ত বিদ্যুৎ বিলের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এই সময় ধানের বীজতলা ও চাষের গুরুত্বপূর্ণ পর্ব চললেও বিদ্যুৎ দপ্তরের তরফে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এর ফলে কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এছাড়াও সারের কালোবাজারির অভিযোগ তুলে কৃষকরা জানান, প্রয়োজনের সময় সার না পেয়ে তাঁদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। কালোবাজারিদের কাছে বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন বলেও দাবি তাঁদের।
এই সমস্ত অভিযোগ ও দাবিদাওয়া নিয়ে এদিন সোচ্চার হয়ে প্রতিবাদ জানান কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির সদস্যরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক সভাপতি শেখ মোঃ ইয়াকুব। এছাড়াও উপস্থিত ছিলেন রেহি মণ্ডল, সাইদুল্লা শেখ, হেমন্ত কুমার দা, সাবু বড়া, হালিম শেখ, সিরাজুল খান, মিরাজ মুন্সি, সুনীল কুমার ঘোষ, রকিব আলী শেখ-সহ বহু কৃষক।
কৃষকদের দাবি, অবিলম্বে তাঁদের সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।








