মাঠে চাষের কাজ করতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পহলানপুর অঞ্চলে পহলানপুরে। জানা গিয়েছে যে প্রবীর সাঁতরা নামক এক ব্যক্তি গত ১২ দিন আগে মাঠে কাজ করতে গিয়েছিল।
সেখানেই তাকে সাপে কামড়ায়। পরিবারের লোকজন তাকে বর্ধমান হাসপাতালে ভর্তি করে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেই দীর্ঘ ১২ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে আজ তার মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতন্ত্রের জন্য নিয়ে আসা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
পরিবার সূত্রে খবর প্রবীর সাঁতরা নামক ঐ ব্যক্তি পেশায় দিনমজুর ছিলেন। লোকের জমিতেই কাজ করে সংসার চলে তার। পরিবারে দুই সন্তান সহ বাবা এবং স্ত্রী ছিলেন। প্রবীর সাঁতরার মৃত্যুতে শোকাহত তার পরিবার পরিজনেরা।