রাজ্য জুড়ে আলুর দাম বেড়েই চলেছে। কলকাতা পুলিশের তরফে শহরের বিভিন্ন বাজারে অভিযান চালালেও আলুর দাম নিয়ন্ত্রণে আসছে না। শুক্রবার রাজ্য কংগ্রেসের কর্মীরা আলুর মূল্য বৃদ্ধির দাবিতে আলু ও দাঁড়িপাল্লা নিয়ে প্রতিবাদ করেছেন। এদিন এক কংগ্রেস কর্মী জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন তার মাঝে আলুর চড়া দামে নাভিশ্বাস উঠে গিয়েছে বাঙালির।