শুক্রবারই লোকসভা ভোটের জন্য প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে বাংলার ২০ আসনের প্রার্থী তালিকা প্রকাশ হতেই নানা ডামাডোল শুরু হয়েছে। ইতিমধ্যেই আসানসোল থেকে প্রার্থী হবেন না বলে জানিয়ে দিয়েছেন দলের ঘোষিত প্রার্থী পবন সিং। তেমনই প্রার্থী তালিকায় নতুন মুখেরও দেখা মিলেছে।
এই যেমন বোলপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রিয়া সাহা। তাঁর নামে দেওয়াল লিখনও শুরু হয়েছে।
কিন্তু বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে সংঘাতে জড়িয়ে মূল স্রোত থেকে কিছুটা সরে থাকা বিজেপি নেতা অনুপম হাজরা এই আবহে বিস্ফোরক ফেসবুক পোস্ট করলেন।এক সময় বোলপুরের সাংসদ ছিলেন অনুপম। সেই বোলপুর থেকেই প্রিয়া সাহাকে প্রার্থী করা নিয়ে বিস্ফোরক অনুপম ফেসবুকে লিখলেন, ”জেতা সিটে দুর্বল প্রার্থী দেওয়ার জন্য শেষ মুহূর্তে কখন যে টিএমসি-র সঙ্গে কোটি টাকার ডিল হয়ে যাবে ধরতেও পারবেন না। আপনিতখন ব্যস্ত, জীবনের ঝুঁকি নিয়ে পার্টির হয়ে দেওয়াল লিখতে!
”প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বোলপুর থেকে বিজেপি প্রার্থী ছিলেন রামপ্রসাদ দাস। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন অসিত কুমার মাল। অসিতের কাছে হেরে যান রামপ্রসাদ। তবে ২০১৪ সালে এই বোলপুর থেকে জিতেছিলেন অনুপম হাজরা। যদিও তখন তিনি তৃণমূলে ছিলেন। বিজেপির কামিনি মোহন সরকারকে হারিয়েছিলেন তিনি।
২০১৯ সালে বিজেপিতে যোগ দেন অনুপম। আর লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে অনুপম দাঁড়ালেও তৃণমূলের মিমি চক্রবর্তীর কাছে হেরে যান তিনি। এখনও অনুপম বিজেপিতেই আছেন। তবে, রাজ্য তথা কেন্দ্রীয় নেতাদের থেকেও বেশ কিছুটা দূরে তাঁর অবস্থান। এই পরিস্থিতিতে বিজেপি তাঁকে প্রার্থী করবে না, ধরেই নেওয়া যায়। তাই এবার ফেসবুকে বিস্ফোরক পোস্ট করলেন তিনি।