আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পাঞ্জাবের মোহালির অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে কেঁঁপে উঠল, নিহত অন্তত ২

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

  সাতসকালে প্রবল বিস্ফোরণে কেঁঁপে উঠল ভারতের পাঞ্জাবের মোহালির অক্সিজেন প্ল্যান্ট। বুধবার (৬ আগস্ট ) সকালে মোহালির ফেজ-৯ এর একটি শিল্প এলাকায় ঘটনাটি ঘটেছে। এখন পয্যন্ত ২ জনের দেহ উদ্ধার হয়েছে। আহত আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশংকা  করেছেন অনেকে।

মোহালি পুলিশ সূত্রে প্রকাশ, বুধবার (৬ আগস্ট ) সকালে মোহালি শহরের ফেজ ৯ এর একটি অক্সিজেন সিলিন্ডার প্ল্যান্টে বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে যায়। খবর পেয়ে মহকুমাশাসক, মোহালি পুলিশ ও প্রশাসনের ঊধ্বতন কতারা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেন।

পৌঁছায় আপৎকালীন মেডিক্যাল দল ও। আহতদের দ্রুত উদ্ধার করে মোহালির সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন আহতরা। এখন পযন্ত ২ জনের মৃত্যু হয়েছে। মোহালি পুলিশের ডেপুটি কমিশনার বলেন, ” বুধবার (৬ আগস্ট ) সকালে ফেজ ৯ এ অবস্থিত শিল্প এলাকায় একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তথ্য পাওয়ার পরেই মেডিক্যাল দল, পুলিশ এবং জেলা প্রশাসনের কমীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান।

শুরু হয় উদ্ধার অভিযান। ” ওই ঘটনায় এখনও পয্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফেজ ৬ এর সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

See also  রাজবাড়ির নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়েরক্ষীকে ধাক্কা দিয়ে দাদাগিরি কালনা পুরসভার চেয়ারম্যানের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি