আমিরুল ইসলাম ( ভাতার ) :- পূর্ব বর্ধমান জেলার ভাতারের কুমারুন গ্রামের সুব্রত সোম বয়স 42 বছর, গতকাল বিকালের দিকে সে বাড়ির মধ্যে পড়ে থাকতে দেখে এলাকার মানুষজন । তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় ভাতার ব্লক হসপিটালে ।চিকিৎসকরা মৃত বলে। মৃতদেহ ভাতার থানার পুলিশ উদ্ধার করে নিয়ে আসে ভাতার থানা।
আজ পোসমাডাম এর জন্য পাঠানো হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজে।
কি কারণে তার মৃত্যু ঘটেছে এ বিষয়ে পরিবারের লোকজন কিছু জানাতে পারেনি।
পুলিশ সূত্রে খবর একটি মৃতদেহ আনা হয়েছে। পোসমাডাম এর পরই জানা যাবে কিভাবে মৃত্যু ঘটেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।