আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে লুটের রাজত্ব চলছে, মন্তব্য মোহাম্মদ সেলিমের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

শুক্রবার পূর্ব বর্ধমানের মেমারির নতুন বাসস্ট্যান্ড এলাকায় সিপিআইএম-এর ‘বাংলা বাঁচাও যাত্রা’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জী এবং ঐশী ঘোষ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহাম্মদ সেলিম অভিযোগ করেন, “তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে লুটের রাজত্ব চলছে। বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকেও সুযোগ করে দিয়েছে তৃণমূল। আসলে রাজ্যের মানুষকে বিজেপির দিকে ঠেলে দেওয়ার সিঁড়ি হিসেবে কাজ করছে তৃণমূল”।

সিপিআইএম সূত্রে জানা যায়, রাজ্যের ১১টি জেলা ঘুরে প্রায় হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর উত্তর ২৪ পরগনার কামারহাটিতে আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে যাত্রার সমাপ্তি সমাবেশ।

একসময়ের শক্ত ঘাঁটি হলেও পালাবদলের পর ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে বামফ্রন্ট। বর্তমানে লোকসভা ও বিধানসভা—দুই ক্ষেত্রেই প্রতিনিধিহীন সিপিআইএম। বাম–কংগ্রেস বা সংযুক্ত মোর্চা গড়েও রাজনৈতিক অবস্থানে তেমন বদল আনতে পারেনি দল।

এই পরিস্থিতিতে নতুন করে জনসংযোগ বাড়াতে এবং মানুষের জীবন–জীবিকার সমস্যা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে বিভিন্ন অঞ্চলে এই যাত্রা করছে সিপিআইএম। একই সঙ্গে সমস্যা সমাধানে দল কী কী পদক্ষেপ করছে এবং ভবিষ্যতে কী করবে, তার রূপরেখাও তুলে ধরা হচ্ছে প্রতিটি সভা–সমাবেশে।

See also  বিকল্প চাষের সহায়তায় রাজ্য সরকার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি