আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভোট আসলেই সিবিআই – ইডি দিয়ে ভয় দেখানো হলেও লাভ কিছু হবে নাঃ মন্তব্য মলয় ঘটকের

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- এই রাজ্যে বিধানসভা ভোটের আগে অতি মাত্রায় সক্রিয় হয়ে উঠেছে সিবিআই ও ইডি । এর বিরোধীতা করে সোমবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটক জানালেন ,’ভোট আসতেই ভয় দেখানো শুরু হয়েছে। কাউকে বলছে ইনকাম ট্যাক্সের রেইড করাবে । আবার কউকে বলছে সিবিআই এর নোটিশ ধরাবে । এছাড়াও কাউকে কাউকে অন্য ভাবে ভয় দেখাচ্ছে যাতে তারা ভোটের ময়দানে না নামে । ’এই প্রসঙ্গে তুলে ধরে মলয় বাবু বলেন ,এইসব করে কিছু লাভ হবে না । কারণ বাংলার মাটি দুর্জয় ঘাঁটি ।ক্ষুদিরাম ও নেতাজীর ভাবাদর্শে উদ্বুদ্ধ পশ্চিম বাংলার মানুষ ভয় খায়না , খাবেও না । তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই ফের মুখ্যমন্ত্রী নির্বাচিত করবেন ।


‘বাংলা নিজের মেয়েকেই চায় ’এই বার্তা ছড়িয়ে দিতে এদিন বেলায় পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভা এলাকায় বাইক মিছিল সহযোগে রোড শো করে তৃণমূলের মমতার দ্যুতেরা । মেমারি তারকেশ্বর রাজ্য সড়কের আঝাপুর থেকে সেই রোড শো শুরু হয়। প্রায় ১৭ কিমি পথ পেরিয়ে রোড শো শেষ হয় জামালপুরের মাধবপুর এলাকায়। মন্ত্রী মলয় ঘটক ছাড়াও জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার , ব্লক তৃণমূলের যুব সভাপতি ভূতনাথ মালিক ও জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান রোড শোয়ে অংশ নেন । রোড শো শেষে মাধবপুরে হয় তৃণমূলের জনসভা ।


সেই সভায় বক্তব্য রাখতে উঠে মলয় ঘটক বিজেপি ও কেন্দ্রের সকারের তীব্র সমালোচনা
করেন । মলয় ঘটক এদিন বলেন ,বিজেপি ইডি , সিবিআইয়ের ভয় যতই দেখাক ,তাতে কিছু যায় আসে না । বাঙালিরা যে ভয় খাওয়ার লোক নয় সেটা আগামী নির্বাচণে তারা প্রমাণ করেদেবে । বাংলায় বিজেপির কোন জায়গা নেই । পশ্চিম বাংলার মানুষ যে
বিজেপিকে চায়না সেটা ভোটের পর আরো একবার প্রমান হবে ।


কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করে মলয় ঘটক বলেন ,মমতা বন্দ্যোপাধ্যায় ১০ বছরে বাংলার মানুষের জন্য প্রভূত উন্নয়ন কাজ করেছেন । সেই তুলনায় সাত বছর ধরে মোদি দিল্লির মসনদে বসে থাকলেও মানুষের জন্য কোন কাজ করেনি ।কোভিড অতিমারির
সময়ে তৃণমূলের কর্মীরাই বাংলার মানুষের পাশে থেকেছে।আর মোদি ৬৫ দিন লকডাউন
ঘোষনা করে দিয়ে তার মধ্যেই ১৭ বার পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়ে গিয়েছে । একই সাথে লকডাউনের সূযোগ নিয়ে ১৫০ টা রেলের রুট বিক্রি করেছে ও ৫০ টা স্টেশন বিক্রি করেছে । শুধু তাই নয়, লকডাউনের
সূযোগ নিয়ে মোদি সরকার গোটা দেশটাকেই বিক্রি করার চক্রান্ত শুরু করে দিয়েছিল । দিল্লিতে যে সরকার আছে সেটা জনতার সরকার নয় ।সেটা হচ্ছে ‘হাম দো হামরা দো-র’ সরকার । মোদি আর অমিত শাহ বলছে , ’হাম দো , আউর আদানি ও আম্বানি হামরা দো । ’


বিজেপি ও কেন্দ্রের সরকারের এত সমালোচনা করলেও তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনে সিবিআইয়ের হানা দেওয়া প্রসঙ্গে মলয় বাবু সরাসরি কোন মন্তব্য করতে চান নি ।তবে ঘুরপথে তিনি বলেন , ’স্বাধীনতা সংগ্রামে অগ্রনী ভূমিকা নিয়েছিল এই বাংলা। ব্রিটিশ সাম্রাজ্যবাদও বাংলাকে ও বাঙালিকে দমাতে পারেনি ।ক্ষুদিরাম বসু হাসতে হাসতে ফাঁসির কাঠে ঝুলেছিলেন । নেতাজী ব্রিটিশ সাম্রাজ্য বাদের বিরুদ্ধে সন্মুখ সমরে থেকে লড়াই করেছিলেন । তাই ভয় দেখিয়ে কিছু লাভ হবে না বলে মলয় ঘটক এদিন মন্তব্য করেন । ”

See also  দুই বিজেপি সমর্থককে কানধরে ওঠবোস করানোর ঘটনার বিষয়ে তপশিলি কমিশন ও মানবাধিকার কমিশনের দ্বারস্থ হল বিজেপি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি