কুলটি বিধানসভা অন্তর্গত রামনগরে বৃহস্পতিবার বজরঙ্গবলি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হলো।ঢাকঢোল বাজিয়ে কলস যাত্রার মাধ্যমে রামনগর গ্রামের বরাকর নদী থেকে পবিত্র জল এনে,৫৬রকমের ভোগ,খিচুড়ি প্রসাদ দিয়ে,পূজা আর্চনার মাধ্যমে বজরঙ্গবলি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হয়।
এই প্রসঙ্গে রামনগর গ্রামের গ্রামবাসী ইন্দ্রজিৎ পাল বলেন, সমস্ত গ্রামবাসীর চাহিদা ছিলো এই জায়গায় বজরঙ্গবলি মন্দিরের,তাই সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় বৃহস্পতিবার গ্রামবাসী ও যুবতি মেয়েদের নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে,মুখে মাক্স পরে কলস যাত্রার মাধ্যমে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হলো।
এই কলস যাত্রায় উপস্থিত ছিলেন পাপ্পু ঘোষ,সুব্রত মণ্ডল,মন্টু বাউরি, দুলাল ধীবর,উত্তম মন্ডল,গোপাল বাউরি সহ আরো অনেকে।