আজ শনিবার ভোর থেকে বিকাল পর্যন্ত আরামবাগ শহরজুড়ে রীতিমত তাণ্ডব চালাল দলছুট এক হাতি। সকালে ১৮ নং ওয়ার্ডের ভিতর কালিপুরে ওই বুনো হাতিকে দেখে প্রণাম করতে গিয়ে আবার তারই পায়ের তলায় পড়ে গুরুতর জখম হয়েছেন আরামবাগের চার নং ওয়ার্ডের মিলন খটিক নামের এক ব্যক্তি।
স্থানীয় বাসিন্দা এবং হুলা পার্টির সাহায্যে তাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে কোলকাতায় রেফার করা হয়। এদিকে বিকাল হতেই আবার নদী পেরিয়ে আরামবাগ পুরাতন বাজারে চলে আসে ওই বুনো হাতি। একের পর এক ব্যক্তিকে তাড়া করতে করতে শহর দাপিয়ে বেড়ায়। ব্যবসা বাণিজ্য ফেলে রেখে তখন প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করে দেন শহরের মানুষজন। যদিও বনদপ্তরের দীর্ঘ প্রচেষ্টার পর এইমুহুর্তে হাতিটিকে লোকালয় থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে দাঁতাল হাতির আতঙ্কে এখনও আতঙ্কিত রয়েছেন আরামবাগের মানুষজন