আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ইলেকট্রিক ভেহিকল সার্ভিস ট্রেনিং ওয়ার্কশপ হয়ে গেল বারুইপুরে এস ভি আই এস টির ক্যাম্পাসে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষকসেতু,উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : পড়ুয়াদের কাছে শিল্প ভিত্তিক দক্ষতা অর্জনের মধ্যে দিয়ে কর্মসংস্থানের পথকে সুনিশ্চিত করতে সোমবার এক দিনের কর্মশালা হয়ে গেল স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট সাইন্স এন্ড টেকনোলজি (এস ভি আই এস টির) বারুইপুর ক্যাম্পাসে। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (SVIST), সম্ভব ফাউন্ডেশন ও অ্যাঞ্জেল ওয়ান-এর সহযোগিতায় এবং AIMTECH LAB-এর যৌথ অংশীদারিত্বে একদিনের এই ইলেকট্রিক ভেহিকল (EV) সার্ভিস ট্রেনিং ওয়ার্কশপ সফলভাবে অনুষ্ঠিত হয়।

এই প্রশিক্ষণ কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ইভি প্রযুক্তির উপর হাতে-কলমে প্রশিক্ষণ এবং শিল্পভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থানের উপযুক্ত করে তোলা।এদিনের এই কর্মশালায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে, যাদের মধ্যে স্বামী বিবেকানন্দ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি আশে পাশের পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।এদিনের এই প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেনকৃষ্ণ কুমার, টেরিটরি ম্যানেজার,সম্ভব ফাউন্ডেশন.

এস ভি আই এস টির রেজিস্ট্রার প্রফেসর সোমনাথ দাস, সন্দীপ দত্ত, ডিন – ইনোভেশন ও এনট্রেপ্রেনারশিপ এবং প্রধান, AIMTECH LAB.আতাউর সাফি রহমান, সহকারী অধ্যাপক, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, SVIST সহ আরো অনেকে।এব্যাপারে আতাউর সাফি রহমান বলেন,এই ওয়ার্কশপটি ছিল এক বিশাল সাফল্য, যা প্রমাণ করে যে এস ভি আই এস টি ভবিষ্যতের প্রযুক্তিগত খাতে দক্ষতা উন্নয়ন, ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা এবং টেকসই জীবিকার সুযোগ তৈরিতে একনিষ্ঠভাবে কাজ করে চলেছে।আগামী দিনে এই সংস্থা এই ভাবে কাজ করে যাবে।

See also  বীরভূমের রাজনগরে লকডাউন চলাকালীন কিছু মানুষের সচেতনতার অভাব

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি