আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

এস আই আর আতঙ্কে মৃত্যু এক বৃদ্ধের জয়নগরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ রাজ্যে। এবার প্রাণ গেল দক্ষিন ২৪ পরগনার জয়নগর বিধানসভার গড়দেওয়ানি পঞ্চায়েতের ঠাকুরের চকের বাসিন্দা এক বৃদ্ধর। শোনা যাচ্ছে, ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না তাঁর ও ছেলে দের। সেই কারণে দেশছাড়া হওয়ার আতঙ্ক জাঁকিয়ে বসেছিল তাঁর মনে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে বকুলতলা থানার পুলিশ। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

জানা গিয়েছে, দক্ষিন ২৪ পরগনা জেলার বকুলতলা থানার গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের ঠাকুরের চকের বাসিন্দা আবুতালেব সরদার।তাঁর বয়স ৬৪ বছর। স্থানীয় সূত্রে খবর, ২০০২ সালের ভোটার লিস্টে নাম ছিল না আবুতালেব সরদার ও তার ছেলেদের। স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েন বৃদ্ধ। আশঙ্কা করছিলেন, হয়তো এতবছরের ভিটেমাটি ছাড়তে হবে। অবসাদে ভুগতে শুরু করেছিলেন তাঁরা।

এরই মাঝে বুধবার রাতে অসুস্থ হয়ে পড়েন আবু তালেব সরদার।বৃহস্পতিবার বাড়িতেই মৃত্যু হয় তাঁর।মৃতের ছেলে অলিউল্লা সরদারের দাবি,এসআইআর আতঙ্কেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তার বাবার। প্রসঙ্গত, বাংলায় এস আই আর ঘোষণার পর থেকেই জনমানসে ছড়িয়েছে আতঙ্ক। আমজনতার মনে হাজার প্রশ্ন-ভয়। যার পরিণতি হচ্ছে মর্মান্তিক। দেশছাড়া হওয়ার আতঙ্কে অনেকেই আত্মহত্যা করেছেন বলে অভিযোগ।আর এই মৃত্যুর পরে তাই মৃতের পরিবারের সদস্যরা এস আই আর আতঙ্কে ভীত শংকিত।
­

See also  ট্র্যাক্টর উল্টে মৃত্যু দু’জনের - জখম তিন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি