দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ক্রমশ কঠোর হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এ পর্যন্ত ৫টি সমন পাঠানো সত্ত্বেও জিজ্ঞাসাবাদে না আসায় আদালতের দ্বারস্থ হয়েছে।সংস্থাটি আদালতে অভিযোগ দায়ের করেছে যে জনসেবক হওয়া সত্ত্বেও কেজরিওয়াল ইডি-র সমন মানছেন না। এখন এই মামলার শুনানি হবে ৭ ফেব্রুয়ারি।
বিখ্যাত আবগারি কেলেঙ্কারির মামলায় এখনও পর্যন্ত কেজরিওয়ালের কাছে ৫টি সমন পাঠানো হয়েছে, কিন্তু তিনি একবারও সংস্থার সামনে হাজির হননি। এই বিষয়ে দিল্লীর সংশ্লিষ্ট আদালতে অভিযোগ দায়ের করেছে ইডি। এর আগে শুক্রবার, আম আদমি পার্টি জানিয়েছিল যে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এখন বাতিল করা দিল্লী আবগারি নীতি সম্পর্কিত অভিযোগ মানি লন্ডারিং মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি-র সামনে উপস্থিত হবেন না।
কেন্দ্রীয় তদন্ত সংস্থা বুধবার পঞ্চমবারের মতো মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের কাছে সমন জারি করেছে। ইডি গত চার মাসে কেজরিওয়ালকে চারটি সমন পাঠিয়েছে কিন্তু তিনি একবারও হাজির হননি।
ইডি-র সামনে হাজির না হওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে, আম আদমি পার্টি গতকাল বলেছিল যে সমন ‘অবৈধ’ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বারবার আপ নেতা কেজরিওয়ালকে গ্রেপ্তারের জন্য নোটিশ পাঠাচ্ছে।