আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পূর্ব বর্ধমান জেলা পুলিশের রদবদল

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব প্রতিনিধি :  বিভিন্ন থানার ওসি এবং অফিসার পদে রদবদল পূর্ব বর্ধমান জেলায়। এই রবিবার বিভিন্ন থানায় বদলি নির্দেশিকা পাঠানো হয়েছে পুলিশের রিসার্ভ অফিসারের দপ্তর থেকে।সেহারাবাজার আউট পোস্টের আই সি সাব ইন্সপেক্টর উত্তাল সামন্ত কে বদলি করা হল দেওয়ানদীঘি থানার ওসি পদে।অন্যদিকে,রায়না থানার অধীনে সেহারাবাজার আউট পোস্টের আই সি হচ্ছেন মন্তেশ্বর থানার সাব ইন্সপেক্টর রাজেশ মাহাতো।

জামালপুর থানার ওসি পদে যোগ দেবেন আউশগ্রাম থানার অধীনে গুসকরা বিট হাউসের ওসি অরুণ সোম। তার পরিবর্তে জামালপুর থানার ওসি থেকে মাধবডিহি থানার ওসি পদে গেলেন পুষ্পেন্দু জানা।মাধবডিহি থানার ওসি সুব্রত বেরা কে বদলি করা হয়েছে কাটোয়া থানায়। দেওয়ানদীঘি থানার ওসি সঞ্জয় রায় কে নিয়ে আসা হয়েছে বর্ধমান সদর থানায়।আউশগ্রাম থানার সাব ইন্সপেক্টর দেবাশীষ নাগ বদলি হয়ে
গুসকরা বিট হাউসের ওসি পদে অধিষ্ঠিত হলেন।জামালপুর থানা থেকে দেওয়ানদীঘি থানায় বদলি করা হয়েছে সাব ইন্সপেক্টর মির মজিবর রহমান কে এবং দেওয়ানদীঘি থানা থেকে সুব্রত মন্ডল কে বদলি করা হয়েছে জামালপুর থানায়।কাটোয়া থানায় কর্মরত সাবইন্সপেক্টর পঙ্কজ নস্কর কে বদলি করা হয়েছে মন্তেশ্বর থানায়।

কাটোয়া থানার অধীনে ওসি ট্রাফিক পদে বদলি করা হয়েছে সাব ইন্সপেক্টর চিন্ময় বন্দ্যোপাধ্যায় কে।বিরহাটা সাব ট্রাফিক গার্ড থেকে সাব ইন্সপেক্টর ছোটেলাল প্রসাদ কে ওসি পদে বদলি করা হয়েছে আউশগ্রাম থানার অধীনে নতুন তৈরি করা গুসকরা ট্রাফিকে।কাটোয়া ট্রাফিক ওসি এসিস্টেন্ট সাব ইন্সপেক্টর সংগ্রাম মহিতে কে বদলি করা হয়েছে বর্ধমান বিরহাটা সাব ট্রাফিক গার্ডে। বর্ধমান থানা থেকে সাব ইন্সপেক্টর দীপ্তেশ চ্যাটার্জি কে পাঠানো হয়েছে আউশগ্রাম থানায়।
এইভাবেই চললো রদবদল।

See also  রায়না দুই ব্লকে সংঘটিত হলো দলীয় মিটিং

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি