আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পূর্ব বর্ধমান জেলা বিজেপি কিষান মোর্চার বিজয়া সম্মেলন অনুষ্ঠান

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা ( পূর্ব বর্ধমান ) :- পূর্ব বর্ধমান জেলা বিজেপি কিষান মোর্চার বিজয়া সম্মেলন অনুষ্ঠান করা হল বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে। এ দিন কিষান মোর্চার মন্ডল সভাপতি দের নাম ঘোষণা করলেন কিষান মোর্চার জেলা সভাপতি দেবাসিশ সরকার। জেলার সম্মানীয় সভাপতি সন্দ্বীপ নন্দীর উপস্থিতিতে এবং তার অনুমতি নিয়ে নতুন মন্ডল সভাপতি দের নাম ঘোষণা করা হয়েছে।

কিষান মোর্চার সভাপতি হওয়ার পর এই প্রথম বর্ধমানে এলেন ভারতীয় জনতা কিষাণ মোর্চা পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি মহাদেব সরকার। এদিন তিনি বলেন, গতমাসে রাজ্যসভা এবং লোকসভায় ধ্বনি ভোটে যে কৃষি বিল পাস হয় তা সর্বসাধারণের জন্য মঙ্গল জনক হলেও ভারতজুড়ে কতিপয় রাজ্য এবং বাংলার শাসক দল সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। অন্যদিকে রাজ্য বিজেপির পক্ষ থেকে বাংলা জুড়ে কৃষি বিলের আসল উদ্দেশ্য বোঝাতে সচেষ্ট রয়েছে বিজেপির কর্মী-সমর্থকেরা।

একই সঙ্গে তাঁর কথায় উঠে আসে প্রধানমন্ত্রীর কুড়ি লক্ষ কোটি টাকার প্যাকেজ, এবং বাংলা জুড়ে কৃষকদের করুণ পরিস্থিতির ইতিবৃত্ত। এছাড়াও কেন্দ্রীয় কৃষক নিধি প্রকল্প এবং আয়ুষ্মান প্রকল্প থেকে বাংলার মুখ্যমন্ত্রী সারা বাংলার মানুষকে বঞ্চিত করেছেন। কেন্দ্রের কৃষি আইনের কারণে সারা ভারতজুড়ে কৃষকরা আত্মনির্ভর হবেন বলে দাবি তার।

See also  ভবঘুরে কে উদ্ধারে মহকুমাশাসকের হস্তক্ষেপ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি