আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ডার্বির রেশ বজায় রেখে গোলবৃষ্টি, বেহালার বিরুদ্ধে দুরন্ত ইস্টবেঙ্গল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ডার্বির জয়ের পর অনেক সময় দলগুলোর গতি কমে যায়—এই প্রচলিত ধারণা ভেঙে দিল ইস্টবেঙ্গল। মঙ্গলবার বারাকপুরে “কলকাতা লিগ”-এর ম্যাচে ‘বেহালা এসএস’ কে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ডার্বির পরে তাদের জয়ের ধারা বজায় রাখল “বিনো জর্জ”-এর দল।

খেলার শুরু থেকেই দাপট দেখাতে থাকে ইস্টবেঙ্গল। ‘চাকু মাণ্ডি’ ও ‘ডেভিড লালহানসাঙ্গারা’ একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে বিএসএস-এর রক্ষণভাগকে। ১৮ মিনিটে ‘তন্ময়’-এর দুর্দান্ত কর্নার থেকে ‘চাকু মাণ্ডি’ গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। এরপর ৩০ মিনিটে ‘ডেভিড’-এর গোলে ব্যবধান দ্বিগুণ হয়। মাত্র ৩ মিনিট পর ‘মহম্মদ আশিক’ তৃতীয় গোলটি করে ইস্টবেঙ্গলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন। এই লিড নিয়ে বিরতিতে যায় লাল-হলুদ ব্রিগেড।

বিরতির পরও ইস্টবেঙ্গলের আক্রমণের ধার কমেনি। একের পর এক গোলের সুযোগ তৈরি হয় এবং প্রতিপক্ষ রক্ষণভাগে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। ‘বেহালা এসএস’-এর পক্ষে ম্যাচে ফিরতে হলে প্রায় অসম্ভব কিছু করে দেখানো ছাড়া উপায় ছিল না। কিন্তু তালিকার নিচের দিকে থাকা এই দলের পক্ষে সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

৭১ থেকে ৭৫ মিনিটের মধ্যেই আরও তিনটি গোল যোগ করে ইস্টবেঙ্গল। গোলদাতারা হলেন: ‘নাসিব রহমান’ (৭১ মিনিট), ‘মার্ক জোথানপুইয়া’ (৭৪ মিনিট), এবং ‘গুইতে ভানলালপেকা’ (৭৫ মিনিট)। শেষ বাঁশি বাজার পর ‘বেহালা এসএস’ কে ৬-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে দাপুটে অবস্থান বজায় রাখল ইস্টবেঙ্গল।

See also  পাড়ায় শিক্ষালয় --একটা ভয়ঙ্কর অপরিকল্পিত সিদ্ধান্ত

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি