সৌমিত্র গাঙ্গুলী
মঙ্গলবার সকালে ডি.ভি.সি মাইথন ও পাঞ্চের ড্যাম্প মিলে ৬টি গেট খোলা হলো।ছাড়া হলো ২৩০০০ কিউসেক জল।খবর সূত্রে জানা যায় অবহাওয়া দপ্তরের খবর টানা কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাই আগে থেকে সতর্ক হচ্ছে ডিভিসি কর্তৃপক্ষ।ড্যাম্পে জমা রয়েছে প্রচুর পরিমাণে জল,যদি টানা কিছু দিন বৃষ্টি হয় তবে বাধ্য হয়ে বেশি পরিমানে জল ছাড়তে হবে ডিভিসিকে তাই আগে থেকে সতর্কতা নিতে ২৩০০০ কিউসেক জল ছাড়া হলো।
আরো পড়ুন –৫ অগাস্ট রাম মন্দির প্রতিষ্ঠা কার্যে প্রধানমন্ত্রীর সফরসূচি