আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মাইথন ও পাঞ্চের ড্যাম্পে ২৩০০০ কেউসেক জল ছাড়লো ডি.ভি.সি

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

 

সৌমিত্র গাঙ্গুলী

ঙ্গলবার সকালে ডি.ভি.সি মাইথন ও পাঞ্চের ড্যাম্প মিলে ৬টি গেট খোলা হলো।ছাড়া হলো ২৩০০০ কিউসেক জল।খবর সূত্রে জানা যায় অবহাওয়া দপ্তরের খবর টানা কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

krishaksetu

তাই আগে থেকে সতর্ক হচ্ছে ডিভিসি কর্তৃপক্ষ।ড্যাম্পে জমা রয়েছে প্রচুর পরিমাণে জল,যদি টানা কিছু দিন বৃষ্টি হয় তবে বাধ্য হয়ে বেশি পরিমানে জল ছাড়তে হবে ডিভিসিকে তাই আগে থেকে সতর্কতা নিতে ২৩০০০ কিউসেক জল ছাড়া হলো।

আরো পড়ুন –৫ অগাস্ট রাম মন্দির প্রতিষ্ঠা কার্যে প্রধানমন্ত্রীর সফরসূচি

See also  লাল ঝান্ডা কাঁধে নিয়েই তৃণমূল প্রার্থীকে লাল সেলাম জানালেন প্রবীন সিপিএম কর্মী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি