অস্ত্রোপচার করতেই রোগীর পেট থেকে বেরিয়ে এলো আনুমানিক ১০ কেজি ওজনের টিউমার
বর্ধমান শহরের খোসবাগানের কল্যাণী নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন বর্ধমান দু’নম্বর ব্লকের হাট গোবিন্দপুরের মানু টুডু। পেটের ব্যাথা নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন কল্যাণী নার্সিংহোম।
বর্তমান মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেশন ডক্টর সুশীল মুর্মুর তত্ত্বাবধানে ছিলেন এই রোগী। বিভিন্ন পরীক্ষা করার পর ডক্টর সুশীল মুর্মু দেখেন তার পেটের ভিতরে একটি টিউমার রয়েছে এবং তাকে শনিবার সকাল ১০টায় অস্ত্রোপচার করা হয়। অপারেশনের পর তার পেট থেকে বেরিয়ে আসে আনুমানিক ১০ কেজি ওজনের একটি টিউমার।
নার্সিংহোম সূত্রে খবর, অস্ত্রপচারের পর ভালো আছেন রোগী। তারই অস্ত্রোপচারের পর পর আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেশন ডক্টর সুশীল মুর্মু কি জানাচ্ছেন শুনন? রোগীর আত্মীয় প্রমিলা টুডু এই অস্ত্রোপচার নিয়ে তিনি কি জানাচ্ছেন শুনুন?