সপ্তসী সিংহ ( কলকাতা ) :- করণা আহবহাওয়ায় থেমে নেই বাঙালির দুর্গাপূজা তাই এখন প্রাক পুজোর চলছে খুঁটিপুজো একে একে ছোট-বড় সবার বারোয়ারি পূজা কমিটি শুরু করে দিয়েছে খুঁটি পুজো,এমনই এক নিদর্শন আর সকালবেলা মধ্য কলকাতার অতিপরিচিত মোহাম্মদ আলী পার্কের দুর্গা পুজো পুজো অনুষ্ঠিত হলো।
এবছর 52 বছরে পদার্পণ করল মোহাম্মদ আলী পার্ক দুর্গাপূজা গত বছরে পার্কের জমিতে থাকা ভূগর্ভস্থ ট্যাংক ভেঙে যাওয়ার ফলে মোহাম্মদ আলী পার্কের পুজো স্থানান্তরিত হয় ফায়ার ব্রিগেডের ভেতরে থাকা একটি জায়গায় আর এ বছরও পার্কের জায়গা না পেয়ে পুজো হবে সেই ফায়ার বিগেট এর জমিতে।