আমিরুল ইসলাম ( মঙ্গলকোট ) :- পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পুলিশ প্রশাসন ও চাইল্ড লাইনের তৎপরতায় মঙ্গলকোটের নিগন গ্রামের এক নাবালিকার বিয়ে বন্ধ হল।
প্রশাসন সূত্রে খবর, গোপন সূত্রে খবর পাই নিগন গ্রামের এক নাবালিকার বিয়ে আছে আজ।
ওই নাবালিকার বাড়ি কাটোয়ার পলাশন গ্রামে।
ওই নাবালিকা মেজিয়ারী হাই স্কুলে একাদশ শ্রেণির ছাত্রী।
মঙ্গলকোটের নিগন গ্রামে তার পিসির বাড়ি। নিগন গ্রামের পিসির বাড়ি থেকে তার বিয়ে দিয়ে দেয়া হচ্ছিল।
এই খবর পাওয়া মাত্রই মঙ্গলকোটের কৈচর ফাঁড়ির আই,সি সোমনাথ মুখার্জী নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ওই নাবালিকার বিয়ে বন্ধ করেন ।সঙ্গে ছিলেন চাইল্ড লাইনের আধিকারিক অরূপ সাহা, ও মঙ্গলকোট ব্লকের আমি শিশু ও নারী কল্যাণ দপ্তরের আধিকারিক।
বিয়ের সমস্ত আয়োজন করা হয়েছিল এমনকি রান্নাবান্নাও শেষের দিকে সেই সময় হঠাৎ প্রশাসনের আধিকারিকরা গিয়ে এই বিয়ে বন্ধ করলেন। আজ প্রথম নয় একাধিকবার এ ঘটনা ঘটেছে মঙ্গলকোটে কিন্তু কিছু মানুষ এখন সচেতন হতে পারেননি।
রাজ্যের মুখ্যমন্ত্রী বাল্যবিবাহ বন্ধ করার জন্য বেশ কয়েকটি প্রকল্প চালু করেছেন।
চাইল্ড লাইনের আধিকারিক অরূপ সাহা জানান, আমরা বিভিন্ন সময়ে নানান অনুষ্ঠান করে থাকছি স্কুলে সেখানে ছাত্র-ছাত্রীদের বোঝানো হচ্ছে যে পূর্ণ বয়স না হলে কখনোই বিবাহ নয় কারণ শারীরিক দিক থেকে অনেক সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকেও বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে কিছু মানুষ এখনও অসচেতন রয়েছেন।