রথীন রায় :- জেলায় তৃণমূল (TMC) দাপট ! ইতি উতি সিপিআইএম ! আর গত পুরভোটে একদম বিজেপি (BJP) শূন্য হয়ে গেছে বীরভূম ! তবে বিধানসভা একটি গেরুয়া শিবিরের ! বগটুই গণহত্যার পর বিরোধী দলনেতা শুভেন্দু ঘুরে গেলেও এ জেলায় তাঁর দলীয় কর্মীরা এক বিশেষ নির্দেশে বসে গেছেন ! এই পরিস্থিতিতে শুক্রবার সাঁইথিয়ায় জনসভা করবেন শুভেন্দু অধিকারী ! কত লোক হবে ? এই প্রশ্ন রাজ্য বিজেপি মহলেই ! বীরভূমের দাপুটে বিজেপি নেতা দুধকুমার মণ্ডলের ক্ষোভ দলেরই উপর ! তাঁর নির্দেশে দলীয় কর্মীরা বসে গেছেন ! দুধবাবু জানিয়েছিলেন ‘অপেক্ষা করুন দেখবেন কী করি’ !
এই ঠাণ্ডা ক্ষোভবার্তার পর সাঁইথিয়ায় শুভেন্দু অধিকারীর সভা আদৌ জমবে কিনা তা নিয়েই সন্দেহ বিজেপি জেলা ও রাজ্য মহলে ! সাঁইথিয়ার রেলমাঠে জনসভা করবে বিজেপি ! বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধান বক্তা ! বিজেপি সূত্রে খূর, শাসক দল তৃণমূল কংগ্রেসের একের পর এক দুর্নীতির কথা বলবেন তিনি ! রাজনৈতিক মহল মনে করছে, এই জেলায় রাজনৈতিক জমি খুঁজবেন শুভেন্দু ! কারণ, বীরভূমে গত পুরভোটে বিলীন হয়ে গেছে বিজেপি ! দুধকুমারের বার্তার পর বসে যাওয়া কর্মীদের কি শুভেন্দু গরম করতে পারবেন চলছে এই চর্চা ! তবে সাম্প্রতিক জ্বলন্ত ইস্যু শিক্ষাক্ষেত্রে নজিরবিহীন দুর্নীতি !
সেটি পুঁজি করে তৃণমূলের ঘাঁটিতেই মমতা সরকারের উপর হামলে পড়তে মরিয়া শুভেন্দু অধিকারী ! এসএসসসি দুর্নীতিতে জেরবার মমতা সরকার ! প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখ্যোপাধ্যায়কে জেরা করছে ইডি ! তাদের বিপুল বেআইনি সম্পত্তির হদিস মিলেছে বীরভূমে ! শান্তিনিকেতনের ‘অপা’ বাগানবাড়িতে অভিযান চালিয়েছে ইডি !
গোরু পাচার মামলাতেও বীরভূম জুড়ে চলে ইডির অভিযান ! অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ টুলু মণ্ডলের বাড়িতে অভিযান চালানো হয় ! বিজেপি সূত্রে এই সুযোগকে মোটেই হাতছাড়া করতে নারাজ বিজেপি ! দুটি গরম ইস্যু নিয়েই শুক্রবার বীরভূমে সভা বিজেপির ! তাৎপর্যপূর্ণ, বীরভূমে শুভেন্দুর সভার দিনই দিল্লিতে মোদীর সঙ্গে মমতার বৈঠক ! এই বৈঠক নিয়ে সিপিআইএমের কটাক্ষ ‘সেটিং চলছে’ !!