আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পুলিশ সুপারের উপস্থিতিতে খাদ্য সামগ্রী বিতরণ

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মাধবডিহি থানার ছোটবৈনান গ্রামে দুঃস্থ ও অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী বিতরণ। সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণ থেকে এই খাদ্য সামগ্রী প্রদান করা হয়। ছোট বৈনান নাপিতপাড়া সিদ্ধেশ্বরী মন্দির কমিটির পক্ষ থেকে আজকের এই খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠান। এ দিনের খাদ্য সামগ্রী বিতরণ এ উপস্থিত ছিলেন বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন, মাধবডিহি থানার ওসি সুব্রত বেড়া, ডক্টর অশোক কুমার নন্দি এবং বিশিষ্ট ব্যবসায়ী মনি শংকর দে।সব মিলিয়ে ৫০০ জনের কর্মসূচি গ্রহণ করেছেন মন্দির কর্তৃপক্ষ।করোনা পরিস্থিতির মধ্যে যাতে জমায়েত না হয় সেজন্য বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী দিয়ে আসবেন বলেও জানান মন্দির কমিটির সেক্রেটারি ধনঞ্জয় খাঁ।

ইতিমধ্যেই দেড়শ জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।খাদ্য সামগ্রীর মধ্যে এদিন রাখা হয়েছে, ৫ কেজি চাল আড়াই কিলো আলু, ৫০০ গ্রাম ডাল, সোয়াবিন ও তেল। অন্যদিকে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর রেখে দেওয়া হচ্ছে স্যানিটাইজার মাস্ক এবং সাবান। শুধু খাদ্য সামগ্রী বিতরণ নয় এছাড়া সাধারণ মানুষের চিকিৎসা কাজে ঝাঁপিয়ে পড়েন মন্দির কর্তৃপক্ষ। একদিকে করোনা পরিস্থিতি অন্যদিকে আবার কিছুদিন পরেই আসতে চলেছে সুপার সাইক্লোন যশ। তার আগে অসহায় মানুষদের খাদ্য সামগ্রী প্রদানের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন।

See also  পৌর প্রশাসক হিসেবে আইনুল হকের নিয়োগকে মানতে চাইছে না তৃণমূলের একাংশ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি