আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বীরভূমের কড়িধ্যায় অসহায় দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরণ: উদ্যোক্তা স্থানীয় ক্লাব

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম: বীরভূম জেলার সিউড়ির কড়িধ্যায় কালিপুর বিবেকানন্দ পল্লীর নবোদিত সংঘের উদ্যোগে এলাকার অসহায়, বিধবা ও দুঃস্থদের কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷ এগুলি বিতরণের মুহূর্তে হাজির ছিলেন ক্লাব সভাপতি সহ সদস্যবৃন্দ প্রমুখ৷ ক্লাবের এই রুপ সমাজসেবার মানসিকতাকে কুর্নিশ জানান এলাকাবাসী ও বিশিষ্ট জনেরা৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, এলাকার প্রায় ১০০ টি গরিব দুঃস্থ পরিবারকে বর্তমান লকডাউনের মতো কঠিন সময়ে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়৷ পরিবার পিছু ১ কেজি আটা, ১ কেজি চিড়ে, ৫০০ গ্রাম গুড়, চিনি, লবণ, সোয়াবিন, মুসুরিডাল, সর্ষেতেল, বিস্কুট প্যাকেট ও ১ টি করে সাবান তুলে দেওয়া হয়৷ উপস্থিত ছিলেন সিউড়ি কালিপুর বিবেকানন্দ পল্লীর নবোদিত সংঘের সভাপতি দেবাশীষ চট্টোপাধ্যায়, ক্লাবের সক্রিয় সদস্য ও সমাজকর্মী যুবকবৃন্দ প্রমুখ৷ উদ্যোক্তাদের এই রুপ মানবিক প্রয়াসকে স্বাগত জানান বাসিন্দারা৷ আর সংকটের মুহূর্তে এইসব খাদ্য সামগ্রী বিনামূল্যে হাতে পেয়ে আনন্দিত ওইসব দরিদ্র মানুষেরা৷



See also  মা ক্যান্টিনের খাবারের গুণমান পরীক্ষা করতে হঠাৎই মধ্যান্নভোজন সারলেন দুর্গাপুর পুরসভার পুর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি