মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম: বীরভূম জেলার সিউড়ির কড়িধ্যায় কালিপুর বিবেকানন্দ পল্লীর নবোদিত সংঘের উদ্যোগে এলাকার অসহায়, বিধবা ও দুঃস্থদের কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷ এগুলি বিতরণের মুহূর্তে হাজির ছিলেন ক্লাব সভাপতি সহ সদস্যবৃন্দ প্রমুখ৷ ক্লাবের এই রুপ সমাজসেবার মানসিকতাকে কুর্নিশ জানান এলাকাবাসী ও বিশিষ্ট জনেরা৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, এলাকার প্রায় ১০০ টি গরিব দুঃস্থ পরিবারকে বর্তমান লকডাউনের মতো কঠিন সময়ে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়৷ পরিবার পিছু ১ কেজি আটা, ১ কেজি চিড়ে, ৫০০ গ্রাম গুড়, চিনি, লবণ, সোয়াবিন, মুসুরিডাল, সর্ষেতেল, বিস্কুট প্যাকেট ও ১ টি করে সাবান তুলে দেওয়া হয়৷ উপস্থিত ছিলেন সিউড়ি কালিপুর বিবেকানন্দ পল্লীর নবোদিত সংঘের সভাপতি দেবাশীষ চট্টোপাধ্যায়, ক্লাবের সক্রিয় সদস্য ও সমাজকর্মী যুবকবৃন্দ প্রমুখ৷ উদ্যোক্তাদের এই রুপ মানবিক প্রয়াসকে স্বাগত জানান বাসিন্দারা৷ আর সংকটের মুহূর্তে এইসব খাদ্য সামগ্রী বিনামূল্যে হাতে পেয়ে আনন্দিত ওইসব দরিদ্র মানুষেরা৷