অনেক চড়াই-উতরাই পেরিয়ে সাফল্য অর্জন করেছেন মানুষটি। ব্যর্থতা তাকে টলাতে পারেনি। ১৩০ কোটি ভারতবাসী আজ এমএস ধোনি কে চোখের জলে বিদায় জানাবেন।বাইশ গজে হেলিকপ্টার শটে বল বাউন্ডারির বাইরেও চলে যাবে না আর। স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহি।
বিশ্বাস না হলেও মেনে নিতেই হবে এই অপ্রীয় সত্তি কে।২০০৪-এ বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে তে রান আউট হয়ে ফিরেছিলেন মাহি।। পরের ম্যাচ থেকেই শুরু হয় মাহির আসল খেলা। টিম ইন্ডিয়ার ভরসার আরেক নাম ছিলেন মাহি। একের পর এক রেকর্ড গড়েছেন তিনি। জীবনের শেষ বিশ্বকাপেও রান আউট হয়েছিলেন তিনি। ২০০৭, ২০১০, ২০১১, ২০১৩, ২০১৬ সালের সুখের স্মৃতি বারে বারে মনে ফিরে আসবে, জল আসবে চোখে। ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনি আর থাকছেন না।
স্বাধীনতা দিবসের সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রামে তা নিজেই জানালেন মহেন্দ্র সিং ধোনি।কাশ্মীর থেকে কন্যাকুমারী, ম্যাঞ্চেস্টার থেকে মেলবোর্ন, মাহির অসামান্য দক্ষতা নজর কেড়েছে সকলের। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ থেকে ওয়ানডে বিশ্বকাপ খেতাব পেয়েছেন তিনি। কর্মজীবনের শেষ সময়ে এসেও সমালোচনার ঊর্ধ্বে ছিলেন না ধোনি। প্রশ্ন উঠেছে, কবে অবসর গ্রহণ করছেন মাহিন্দ্র সিং ধোনি? অবশেষে অবসর গ্রহণের কথা নিজেই ইনস্টাগ্রামে জানিয়ে দিলেন আজকের এই শুভ দিনে।
তিনি লিখেছেন,”এতদিন ধরে আপনাদের ভালোবাসায় এবং পাশে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যে ৭.৩৯ এ আমি অবসর গ্রহণ করছি।”কিছুদিন আগেই রিয়েল লাইফের মহেন্দ্র সিং ধোনি সুশান্ত সিং রাজপুতের অকালমৃত্যু হয়েছে। সেই মৃত্যু শোক আজও কাটিয়ে ওঠে নি কেউ। আজ আবারো পনেরোই আগস্টের শুভক্ষণে মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া কে ছেড়ে যাওয়া ভক্তদের চোখে জল এনেছে।