মহঃ সফিউল আলম ( বীরভূম ) :- সরকারী বিদ্যালয়ের শিক্ষকরা যাতে গৃহ শিক্ষকতা না করেন, শিক্ষিত বেকার যুবকরা যাতে গৃহ শিক্ষকতা করে তথা প্রাইভেট টিউশান পড়িয়ে জীবিকা নির্বাহ করার সুযোগ পান এবিষয়ে সরব হয়েছে গৃহ শিক্ষকদের একটি সংগঠন৷
পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির রামপুরহাট শাখার পক্ষ থেকে এবিষয়ে বীরভূম জেলার রামপুরহাট জীতেন্দ্র লাল বিদ্যাভবনে একটি ডেপুটেশনও দেওয়া হয় ৮ ডিসেম্বর৷ অন্যান্য বিদ্যালয়েও একই ভাবে এই ধরণের ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা সমাতির রয়েছে বলে জানা গিয়েছে৷
উক্ত সমিতির কর্ম কর্তাদের বক্তব্য, ইতিমধ্যে মহামান্য উচ্চ আদালত নির্দেশ দিয়েছেন যাতে স্কুলের শিক্ষকরা গৃহ শিক্ষকতা না করেন৷ কিন্তু রামপুরহাট এলাকায় তাঁরা লক্ষ্য করছেন কিছু শিক্ষক সেই নির্দেশ অমান্য করে গৃহ শিক্ষকতা করে চলেছেন৷ বেকারদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে৷
ফলে তাঁরা বাধ্য হয়ে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নেন৷ এতে কাজ না হলে ভবিষ্যতে তাঁরা আরও বড় ধরণের আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন বলে জানা গিয়েছে৷ তবে ভবিষ্যতে পরিস্থিতির আদৌ বদল ঘটে কি না সেদিকেই চেয়ে রয়েছেন গৃহ শিক্ষক তথা প্রাইভেট টিউটরদের অনেকে৷