বলরাম সাহা ( উচালন ) :- পূর্ব বর্ধমান জেলার উচালন জিপির রামপুর গ্রাম থেকে একলক্ষী বাজার পর্যন্ত প্রায় 4 কিলোমিটার পথ জুড়ে বিক্ষোভ মিছিল পালিত হল। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ মিছিল পালিত হয়। রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল। একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারি করছেন কেন্দ্রীয় সরকার।তার নির্দেশ মতো শিক্ষানীতি ভুল পথে চালিত হচ্ছে বলে মনে করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।
অন্যদিকে দিনের পর দিন পেট্রোপণ্য এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী এইসকল নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের আয়োজন উচালন অঞ্চলে ।আজকের মিছিলে উপস্থিত ছিলেন ব্লক কমিটির নেতৃত্ব, প্রধান দলোন দাস, উপপ্রধান আনিসুর রহমান পঞ্চায়েত সমিতির সদস্য ছায়া গুহ ও বৈদ্যনাথ শীল, উচালন তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় মুখার্জী, পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব।