আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

শ্যামসুন্দর কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
কৃষ্ণ সাহা ( কৃষকসেতু বাংলা ) :-  3998f(p 2) এই সরকারি অর্ডার এর মধ্যে কলেজের অস্থায়ী কর্মীদের নিয়ে আসতে চেয়ে পূর্ব বর্ধমান জেলার শ্যামসুন্দর কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো কলেজের অস্থায়ী কর্মীরা। একইসঙ্গে পূর্ব বর্ধমান জেলার 17 টি কলেজে আজ কলেজে অস্থায়ী কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করছেন। কেউ 10 বছর কেউবা 15 বছর, ধরে কলেজে সরকারি কাজকর্মের সাহায্য করে আসছেন।
Krishaksetu Bangla
কিন্তু বহুদিন পরে কোনো সরকারি অর্ডার এর মধ্যে তারা আসতে পারেনি। 15,7,2019 এর সরকারি অর্ডার 3998f(p 2) এর মধ্যে কলেজের সমস্ত অস্থায়ী কর্মচারীদের আনতে চাইছেন কর্মীরা। এই নিয়ে বহুদিন ধরে ধরনা মিছিল-মিটিং এমনকি ডেপুটেশন দেওয়া হয়েছে। তবে সরকার এ বিষয়ে এখনো পর্যন্ত কর্ণপাত করেননি। আজকের এই অস্থায়ী কর্মচারীদের বিক্ষোভ নেতৃত্ব দিয়েছেন পশ্চিমবঙ্গ কলেজ কর্মচারী সমিতির একজন কর্মচারীগণ বর্ধমান জেলার প্রেসিডেন্ট সৈকত নেগেল।
See also  পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি