আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রেল গেটে আটকে থাকা গাড়িতেই প্রসব

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আমরা সবাই জানি যে শিশু জন্ম এক আনন্দময় মুহূর্ত. পরিবারের সবাই এই আনন্দটা উল্লাসিত হয়ে থাকে। কিন্তু এক বিরল ঘটনার সাক্ষী থাকলো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 1 নম্বর ব্লকের তালিত রেলগেট. বর্ধমান 1 নম্বর ব্লকের তালিত রেলগেট দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন প্রচুর মানুষ ।

প্রত্যেক মানুষকে এই সমস্যার সম্মুখীন হতে হয় এই তালিত রেলগেটে । এ যেন মানুষের প্রতিদিনের দুঃখ দুর্দশার কাহিনী. লকডাউন এর জন্য এখন লোকাল ট্রেন চলাচল বন্ধ হওয়ার কারণে কিছু সময়ের জন্য বন্ধ থাকে কিন্তু যখন সব স্বাভাবিক ভাবে প্রচুর পরিমাণে ট্রেন চলাচল করে মানুষের যন্ত্রণা হয়ে ওঠে বিরল কয়েক ঘন্টা ধরে মানুষকে দাঁড়িয়ে থাকতে হয় এই রেলগেটে ।

নেই কোনো বিকল্প ব্যবস্থা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে জানানোর পরেও এখনো সমস্যার সমাধান হয়নি । তাই আজকে এই বিরল ঘটনা ঘটলো আমাদের সামনে । আজ পিলখুড়ি গ্রাম থেকে বর্ধমান মেডিকেল কলেজের নিয়ে আসা হচ্ছিল এক প্রসূতিকে । রেলগেট পড়ে থাকতে দেখে উদ্বেগ হয়ে পড়েন প্রসূতি আত্মীয়রা ।

কিন্তু যথারীতি প্রতিদিনের মতোই পড়েছিল রেলগেট । দীর্ঘক্ষন রেলগেট পড়ে থাকার কারণে প্রসূতির উঠেছিল প্রসব যন্ত্রণা, প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে গাড়িটি প্রসব করেন ওই মহিলা এবং জন্মদেন একটি শিশুর । মন্দিরার বিয়ে হয়েছে বর্ধমানের তিনকোনিয়া বিজয় দাসের সঙ্গে । এটি তাদের দ্বিতীয় সন্তান ।

গাড়ির ভেতরেই এই নবজাতক পৃথিবীর আলো দেখলো । স্থানীয়রা জানান এ অসুবিধা নিত্যদিনের, প্রায়শই যানজটের সৃষ্টি হয় বর্ধমান বোলপুরের মতোই এই রাজ্য সড়কে । এখানে ফ্লাইওভার হওয়ার কথা রয়েছে অনেক দিন ধরেই কিন্তু কাজ এখনো কিছু হয়নি.এখন দেখার প্রশাসনের ঘুম ভেঙে কবে মানুষের সমস্যার সমাধান হয় ।

See also  পৌর নির্বাচন কে কেন্দ্র করে সিপিআইএম ও কংগ্রেস এর মধ্যে গুঞ্জন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি