খণ্ডঘোষ ব্লকের কৈয়ড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৈয়ড় গ্রামে গাজনের সন্ন্যাসী ব্রত পালন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এক সন্ন্যাসী। মৃত সন্ন্যাসীর নাম সুকুমার রুইদাস (৪০)।
মৃত সুকুমার রুইদাস বিভিন্ন হাটে সবজির ব্যবসা করত। গ্রামবাসী জানান কৈযড় সার্বজনীন বুড়ো শিবের গাজনে সন্ন্যাসীর ব্রত পালন করার জন্য সন্ন্যাসী হয়েছিল সুকুমার। গাজন কমিটির সদস্য প্রবীর গোস্বামী বলেন রাত গাজনের দিনে অর্থাৎ শুক্রবার দুপুরে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করছিল সুকুমার। তারপর তড়িঘড়ি স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়।
শনিবার সকালে মারা যায় সুকুমার। আমি নিজে এবং দু একজন সন্ন্যাসী তারকেশ্বর মন্দিরের পূজারীর কাছে যাই। পূজারীর মত অনুযায়ী দাহ করা হয়। পূজা কমিটির তহবিল থেকেই মৃত সন্ন্যাসী সুকুমার রুইদাসের দাহ করার সহ নার্সিংহোম এবং শ্রাদ্ধ শান্তির সমস্ত খরচা