আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভয় ছড়াচ্ছে প্রাণঘাতী হার্টল্যান্ড ভাইরাস

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায়:- মহামারী পরিস্থিতি ধীরে ধীরে যখন উন্নতির দিকে যাচ্ছে, ঠিক তখনই নতুন আরেকটি প্রাণঘাতী ভাইরাস নিয়ে দৌড়ের ওপর আছে আমেরিকা ! নাম- হার্টল্যান্ড ভাইরাস ! আমেরিকার ছয়টি রাজ্যে এরিমধ্যে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস ! প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ! স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছে, করোনা ভাইরাসের উপসর্গের সঙ্গে অনেক মিল রয়েছে ! সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন- সিডিসি এই ভাইরাসটি নিয়ে সতর্কতা জারি করেছে !

 

 

ছড়িয়ে পড়া রাজ্যগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে ! জর্জিয়ার ইমোরি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, এই ভাইরাস করোনার মতোই ভয়াবহ ও প্রাণঘাতী ! দ্রুত গতিতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস ! সংক্রমণ যে হারে ছড়াচ্ছে, মৃত্যুর হার তার তুলনায় কম ! তবে বয়স্করা আক্রান্ত হলে তা বিপদজনক বলেই ধারণা বিশেষজ্ঞদের ! জ্বর, মাথাব্যথা, পেট খারাপ, নাক থেকে জল ঝরে পড়া, ডায়ারিয়া, হাতে-পায়ে, গাঁটে গাঁটে ব্যথা, হার্টল্যান্ড ভাইরাসে আক্রান্তদের এই ধরনের উপসর্গ দেখা দিচ্ছে ! প্রথম ২০০৯ সালে ভাইরাসটির খোঁজ পাওয়া যায় ! পরে ২০২১ সালের মধ্যে জর্জিয়া, ইন্ডিয়ানা, আইওয়া, ক্যানসাস, কেনটাকিসহ ১১ রাজ্যে ছড়িয়ে পড়ে হার্টল্যান্ড ভাইরাস !

 

 

গবেষকরা জানিয়েছেন, ছারপোকা জাতীয় পোকাদের শরীরে আশ্রয় নেয় এই হার্টল্যান্ড ভাইরাস ! তারপর সেখান থেকে মানুষের দেহে ছড়িয়ে পড়ে ! ২০০৯ সালে প্রথমবার আমেরিকার মিসৌরিতে এই ভাইরাসের দেখা মিলেছিল ! নতুন করে এবার জর্জিয়ায় দেখা মিলল এই ভাইরাসের ! শুধু জর্জিয়া নয়, বেশ কয়েকটি রাছ্য থেকেই এই নতুন ভাইরাস আতঙ্কের খবর পাওয়া যাচ্ছে ! ‘লোনস্টার টিকস’ নামের ছারপোকা জাতীয় পোকা থেকে এই ভাইরাস ছড়ায় ! এই পোকাটি মানুষকে কামড়ালে তার শরীর থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ে বয়স্কদের জন্য এই ভাইরাসটি খুবই মারাত্বক !

 

 

জানা যায়, এক দশক আগে জর্জিয়ায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয় ! আবার, নতুন করে ভাইরাসটির ছড়িয়ে পড়ার ব্যাপারে হদিশ পেয়ে কপালে চিন্তার ভাঁজ তাদের ! কি করে বুঝবেন হার্টল্যান্ড ভাইরাসে আক্রান্ত ! সংক্রমণের লক্ষণগুলি হল জ্বর, ক্লান্তি, ক্ষুধা হ্রাস, মাথাব্যথা, ডায়রিয়া এবং পেশি বা জয়েন্টে ব্যথা ! এছাড়াও আক্রান্ত ব্যক্তির প্লেটলেট কমে যাওয়া কিংবা যকৃতের ক্ষতি হতেও দেখা গিয়েছে ! সংক্রমণের লক্ষণগুলি আক্রান্ত হওয়ার ২ সপ্তাহের মধ্যে দেখা দিতে পারে ! এখনও পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণকে প্রতিহত করার মতো কোনও ওষুধ বেরোয়নি ! তবে, জ্বর ও ব্যথা কমানোর সাধারণ ওষুধগুলি পাওয়া যায় !!

See also  পুকুরের জল থেকে মৃতদেহ উদ্ধার ঘটনায় ধৃত ১

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি