রাজ্য সরকার যখন একাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ তখন নতুন করে আর কোনও অনিয়ম চায় না নবান্ন । মঙ্গলবার থেকে শুরু হল দুয়ারে সরকার শিবিরে ফড়েরা সক্রিয় না হয় সে ব্যাপারে জেলা প্রশাসনগুলির কাছে কড়া নির্দেশিকা পাঠিয়েছে রাজ্য সরকার।
সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, দুয়ারে সরকার ক্যাম্পের আশপাশে কেউ যদি সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলে তাহলে প্রশাসনকে তত্ক্ষণাত্ পদক্ষেপ করতে হবে। প্রয়োজনে পুলিশে এফআইআর দায়ের করে অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন।
দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে সব ঠিকঠাক চলছে কিনা, সংবাদমাধ্যমে কোনও অপ্রীতিকর ঘটনার খবর সম্প্রচারিত হচ্ছে কিনা তা দেখার জন্য নবান্নে পৃথক মনিটরিং সেলও করেছে রাজ্য সরকার।
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে এটাই সম্ভত শেষ দুয়ারে সরকার ক্যাম্প। পর্যবেক্ষকদের মতে, ভোটের আগে তাই কোনও রকম কালির দাগ চায় না নবান্ন। রাজ্য সরকারের এক প্রথম সারির আমলার কথায়, সামাজিক প্রকল্প যাতে সরাসরি, নির্ঝঞ্ঝাটে সাধারণ মানুষের কাছে পৌঁছয় সেই উদ্দেশ্য নিয়ে দুয়ারে সরকার করার কথা ভেবেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ ব্যাপারে তিনি আন্তরিক এবং যত্নশীল। তাই গোটা প্রশাসনকে সজাগ করে দেওয়া হয়েছে, কায়েমি স্বার্থের লোকজন যেন নিচু তলায় টাকাপয়সা নিয়ে সরকারের বদনাম না করতে পারে।