আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

লকডাউনে দীঘা জলোচ্ছ্বাস দেখতে ভিড় পর্যটকদের।

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রসেনজিৎ রায়

 

দীঘা :- অবিশ্বাস্ব জলোচ্ছ্বাস। দিঘা সমূদ্রে এমন জ্বলোচ্ছ্বাস বহুদিন কেউ প্রত্যক্ষ করেছেন কিনা মনে করতে পারছেন না কেউ।

অমাবস্যা কোটালে বৃহস্পতিবার দিঘা সমূদ্রের যে চেহারার দেখা মিলেছে তা এক কথায় ভয়ানক, শিউরে ওঠার মতোই।এদিন সকালে দিঘার সমূদ্র তটে গিয়ে দেখা যায়, গোটা গার্ডওয়ালটাই জলে ডুবে গিয়েছে।

Krishaksetu Bangla

সমূদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে বাজারের ওপর। লকডাউনের বাজারে সামান্য কিছু পর্যটক এই মুহূর্তে দীঘায় রয়েছেন। সাহস করে তাঁদের মধ্যে কিছু মানুষ সমূদ্রের এই ভয়ানক চেহারা প্রত্যক্ষ করতে পেরেছেন।

যদিও লকডাউন কে অমান্য করেই দীঘা সমুদ্রের জলোচ্ছ্বাস দেখতে ভিড় পর্যটকদের।

 

আরো পড়ুন- ভিআইপি রোডের বাগুইআটি ও কৈখালীতে পৃথক দুটি দুর্ঘটনা, আহত গাড়ির চালক। গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ।

See also  কালভার্ট থেকে শুরু করে স্কুল এখন মাঠে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি