আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পুষ্পা জ্বরে আক্রান্ত সিনেমা প্রেমী জনতা ( প্রথম )

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পুষ্পা জ্বরে আক্রান্ত সিনেমা প্রেমী জনতা (রথীন রায়)

শহর বর্ধমান থেকে দুর্গাপুর, কাটোয়া থেকে কালনা দুটো ডায়লগ খুব জনপ্রিয় হয়েছে ; *ফ্লাওয়ার সামযা কিয়া ; ফায়ার* ! সোশ্যাল মিডিয়া তোলপাড় *ঝুকেগা নাহি শালা* ! দক্ষিণী তারকা অল্লু অর্জুন বর্তমানে *পুষ্প: দ্য রাইজ*-এর সাফল্য উপভোগ করছেন ! ভক্তরা অল্লুর ‘পুষ্পা’ স্টাইল খুব পছন্দ করেছেন ! জোমাটোর একটি বিজ্ঞাপন সামনে এসেছে, যেখানে অল্লুকে দেখা গিয়েছে ‘পুষ্পা’ মেজাজে ! তবে এই বিজ্ঞাপনটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া ! কিছু অনুরাগী প্রশংসা করেছেন, তেমনই সমালোচনাও হয়েছে বিজ্ঞাপনটি নিয়ে ! ভাবছেন কী আছে সেই বিজ্ঞাপনে ? জোমাটোর তরফে শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে অল্লু অর্জুন একজন ভিলেনকে মারতে !

আর ভিলেন অল্লুর ঘুষি খেয়ে মাটিতে পড়ে যান, তবে এই পড়ে যাওয়াই দেখানো হয়েছে স্লো মোশনে ! ভিলেন বলছে, *বানি, তুমি কি তাড়াতাড়ি আমাকে ফেলে দিতে পারো না* ! আর অল্লু বলছে, *এটা দক্ষিণের সিনেমা, এখানে এভাবেই দেখানো হয়* ! সাথে সাথে ভিলেন জানান, ‘কিন্তু আমার তো খিদে পেয়েছে, নীচে পড়তে পড়তে সব রেস্তোরাঁ বন্ধ হয়ে যাবে ! আর তখনই শুরু হয় জোমাটোর কিছু ট্যাগ লাইন ! আর এই বিজ্ঞাপন দেখেই খচে লাল নেটপাড়ার বড় একটা অংশ ! তাঁদের দাবি এই বিজ্ঞাপনে জোমাটো আর অল্লু অপমান করেছেন দক্ষিণের সিনেমাকে !

কমেন্ট সেকশনে কেউ যেমন *পুষ্পা বয়কট করার কথা বলেছেন*, তেমনই কেউ আবার জোমাটোর আনইনস্টল করে দেওয়ার কথাও বলেছেন ! প্রসঙ্গত, সাফল্যের পর সম্প্রতি ছবিটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহেও ! তবুও হলে যাচ্ছেন লোক সিনেমা দেখতে ! *গোটা বিশ্বজুড়ে প্রায় ৪০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি* ! ‘পুষ্পা’ জ্বরে কাঁপছে গোটা দেশ ! বাইরের তারকারাও নিয়ে ফেলেছেন *পুষ্পা চ্যালেঞ্জ* ! পুষ্প রাজ (আল্লু অর্জুন) তিরুপতির অবশিষ্ট বনে লাল চন্দন কাঠের অবৈধ ব্যবসায় শ্রমিক …..

দ্বিতীয় পাঠ আসছে শীঘ্রই…..

See also  সাংসদ সৌমিত্র খাঁ গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি