বর্ধমান শহরের মালির মাঠে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতা ‘রাজনন্দিনী কাপ’-এর ফাইনাল উপলক্ষে রবিবার বিশেষ অতিথি হিসেবে বর্ধমান শহরে পৌঁছোলেন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। দুপুর প্রায় আড়াইটে নাগাদ কলকাতা থেকে বর্ধমান আসেন সহবাগ। সেখান থেকে সরাসরি ছদ্মখোলা গাড়িতে তিনি মালির মাঠে প্রবেশ করেন।
রাস্তাজুড়ে দু’পাশে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে তাঁকে এক ঝলক দেখার জন্য। মাঠে পৌঁছতেই ফুলমালা দিয়ে তাকে সম্মান জানানো হয়। সহবাগ মাঠে গিয়ে দর্শক ও দুই দলের খেলোয়াড়দের অভিবাদন গ্রহণ করেন। খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন, ব্যাট হাতে নেমে ব্যাটিংয়েও অংশ নেন তিনি, পাশাপাশি গান গাইতেও শোনা যায় তাঁকে।
সহবাগ জানিয়েছেন, “বর্ধমানে এসে দারুণ লাগছে। এত উৎসাহ, এত আনন্দ—এত উন্মাদনা আশা করিনি”।








