আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্ধমানের ‘রাজনন্দিনী কাপ’ ফাইনালে প্রাঞ্জল ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ, উপচে পড়া ভিড়ে জমকালো আয়োজন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বর্ধমান শহরের মালির মাঠে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতা ‘রাজনন্দিনী কাপ’-এর ফাইনাল উপলক্ষে রবিবার বিশেষ অতিথি হিসেবে বর্ধমান শহরে পৌঁছোলেন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। দুপুর প্রায় আড়াইটে নাগাদ কলকাতা থেকে বর্ধমান আসেন সহবাগ। সেখান থেকে সরাসরি ছদ্মখোলা গাড়িতে তিনি মালির মাঠে প্রবেশ করেন।

রাস্তাজুড়ে দু’পাশে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে তাঁকে এক ঝলক দেখার জন্য। মাঠে পৌঁছতেই ফুলমালা দিয়ে তাকে সম্মান জানানো হয়। সহবাগ মাঠে গিয়ে দর্শক ও দুই দলের খেলোয়াড়দের অভিবাদন গ্রহণ করেন। খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন, ব্যাট হাতে নেমে ব্যাটিংয়েও অংশ নেন তিনি, পাশাপাশি গান গাইতেও শোনা যায় তাঁকে।

সহবাগ জানিয়েছেন, “বর্ধমানে এসে দারুণ লাগছে। এত উৎসাহ, এত আনন্দ—এত উন্মাদনা আশা করিনি”।

See also  টোটো রেজিস্ট্রেশনে অতিরিক্ত ফি—রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে আরটিও অফিস ঘেরাও, বিক্ষোভে উত্তাল বর্ধমান!

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি