আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

একাধিক দাবিতে রাজপুর সোনারপুর পৌরসভার অফিসে বিক্ষোভ সিপিএমের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সোনারপুর :রাজপুর সোনারপুর পুরসভায় এবার সিপিএমের বিক্ষোভকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো।রাজপুর সোনারপুর পুরসভার প্রশাসনিক কর্মকাণ্ডে নাগরিকদের মতামত উপেক্ষিত হচ্ছেএই অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়লেন সিপিএমের কর্মী ও সমর্থকরা। তাঁদের অভিযোগ, পুরসভার কাজের ক্ষেত্রে সাধারণ মানুষের অংশগ্রহণ বা মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।

ফলস্বরূপ নাগরিক সমস্যাগুলি বছরের পর বছর অমীমাংসিত থেকে যাচ্ছে।মঙ্গলবার রাজপুর অফিস ঘেরাও করে বিক্ষোভকারীরা জানান, নিকাশী ব্যবস্থা পুর এলাকায় একেবারেই ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে ড্রেন সংস্কারের কাজ হয়নি, উল্টে নানা জায়গায় অবৈধ নির্মাণ হয়েছে, যা জলনিকাশের স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করছে। বর্ষা এলেই জল জমে যায় রাস্তায় ও গলিতে, দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। তাঁরা নিকাশীর স্থায়ী সমাধানের দাবি তোলেন।

এছাড়া বিক্ষোভকারীরা এদিন রাস্তা সংস্কারের দাবি ও জানান। তাঁদের অভিযোগ, বহু গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা শোচনীয়,খানাখন্দে ভরা, যার ফলে যান চলাচল এবং পথচারীদের চলাফেরায় চরম অসুবিধা হচ্ছে।একইসঙ্গে জলাভূমি রক্ষার দাবিও ওঠে। তাঁদের বক্তব্য, অবৈধ ভরাট ও দখলের ফলে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য বিপন্ন হয়ে পড়ছে, যা রুখতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

এদিন
বিক্ষোভ মঞ্চ থেকে সিপিএম নেতৃত্ব হুঁশিয়ারি দেন, নাগরিক সমস্যাগুলি অবিলম্বে সমাধানের জন্য পুরসভা যদি পদক্ষেপ না নেয়, তবে আগামী দিনে পুরসভার প্রধান কার্যালয় ঘেরাও করে বৃহত্তর আন্দোলনে নামবে তাঁদের দল। তাঁদের দাবি, উন্নয়নমূলক কাজে স্বচ্ছতা, নাগরিকদের মতামতের প্রতি সম্মান এবং সমস্যার স্থায়ী সমাধানই হবে তাঁদের আন্দোলনের মূল লক্ষ্য।

See also  বর্ধমান শহরে ৩৫টি ওয়ার্ডের মনোনয়ন পত্র জমা তৃনমূল কংগ্রেসের বাদ‍্যযন্ত্র বাজিয়ে উচ্ছাসিত তৃনমূল শিবির

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি