আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জয়নগরে দুই নাবালিকা ধর্ষণে অভিযুক্ত যুবকের যাবজ্জীবনের কারাদণ্ডের নির্দেশ দিলো আদালত

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : জয়নগরের দুই নাবালিকাকে ধর্ষণ, যুবককে যাবজ্জীবনের কারাদণ্ড দিল আদালত। দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারুইপুর মহকুমা আদালত। মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় এই রায় ঘোষণা করেন।

সঙ্গে নাবালিকাদের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ২৭ শে মে দক্ষিণ ২৪ পরগনায় দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তুলে অভিযোগ দায়ের হয়।জয়নগর ২ নং ব্লকের বকুলতলা থানার নতুনহাট এলাকায় শাজাহান মোল্লা নামে এক ব্যক্তি অভিযোগ জানান। হোসেন মোল্লা নামে এক যুবক দুই নাবালিকাকে কাছের সবেদা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

জানা যায়, দুই নাবালিকার সঙ্গে আরও একজন ছিল, সে কোনও মতে পালিয়ে বাঁচে। কিন্তু নির্যাতনের শিকার হয় দুই নাবালিকা। নির্যাতন চালানোর পর দুই নাবালিকাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তার করা হয় ওই যুবককে। একাধিক তথ্য প্রমাণ আদালতে পেশ করে পুলিশ। নেওয়া হয় অনেকের বয়ান। পাঁচবছর ধরে মামলা চলে।

অবশেষে মঙ্গলবার রায় দেয় আদালত। দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। দুই নাবালিকার পরিবারকে এক লক্ষ টাকা করে দেওয়ার জন্য বলা হয়েছে।আর আদালতের রায়ে খুশি নাবালিকাদের পরিবার।

See also  আজকের দিন আপনার কেমন যাবে দেখে নিন এক ক্লিকে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি