এক দম্পতিকে ডাইনি অপবাদ দিয়ে মারধর করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতদের নাম শঙ্কর টুডু ওরফে বাস্কে, সোম সরেন, বাপন সরেন, রবীন কিস্কু, সুজয় মুর্মু ও শিবনাথ বাস্কে। সকলের বাড়ি মেমারি থানার চোৎখণ্ড এলাকায়। বুধবার ভোররাতে বাড়ি থেকে তাদের আটক করা হয়।
এদিনই ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে শঙ্কর টুডু ও সোম সরেনকে সাতদিন হেপাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। বিচারক দু’জনকে দু’দিন পুলিশ হেপাজতে এবং বাকিদের বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। অন্য পাঁচ অভিযুক্তকে শনিবার ফের আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মেমারি থানা এলাকায় বাড়ি ওই দম্পতির। কিছুদিন আগে পূর্বশত্রুতার জেরে তাদের উপর “ডাইনি” অপবাদ চাপায় অভিযুক্তরা। অভিযোগ, বাড়িতে এসে অশান্তি সৃষ্টি করেছিল তারা। দম্পতি মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মামলার তদন্ত শুরু হয়।
মঙ্গলবার অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদ শেষে বাড়ি ফিরে রাত সাড়ে ৯টা নাগাদ অভিযুক্তরা দম্পতির বাড়িতে হামলা চালায়। অভিযোগ, প্রতিবাদ করায় মহিলাকে চুলের মুঠি ধরে টেনে বের করে মারধর করা হয়, তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয় এবং শ্লীলতাহানির ঘটনাও ঘটে। স্বামী বাধা দিতে এলে তাঁকেও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় ও শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ।
দম্পতির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। যাওয়ার আগে স্বামী-স্ত্রীকে হুমকি দিয়ে যায় বলে অভিযোগ। আহত দম্পতির চিকিৎসা হয় মেমারি হাসপাতালে। অভিযোগকারীর বয়ান ম্যাজিস্ট্রেটের কাছে নথিভুক্ত করার জন্য আবেদন করেন তদন্তকারী অফিসার। সিজেএম চতুর্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বয়ান নথিভুক্তির নির্দেশ দিয়েছেন।








