বাবু সিদ্ধান্ত, বর্ধমান
করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কে জেরবার ভারত সহ গোটা বিশ্ব ।প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এমনই পরিস্থিতিতে টাকার হাত বদল নিয়েও সাধারণের মধ্যে ছড়িয়ে পড়লো করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্ক ।বৃহস্পতিবার তারই প্রমান মিললো পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালের যানবাহন রাখার পার্কিং সট্যান্ডে পৌছে। দেখাগেল যানবাহন রাখার ভাড়া বাবদ নেওয়া টাকা স্যানিটাইজ করার পর তবেই তা ক্যাশ বাক্সে ভরছেন স্ট্যান্ডের ঠিকাদার সংস্থার লোকজন ।এই ঘটনাই সামনে এনে দিয়েছে করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্ক এই রাজ্যের গ্রাম গঞ্জের মানুষকেও কতটা পিছু তাড়া করে বেড়াচ্ছে।
কাটোয়া মহকুমা হাসপাতাল চত্ত্বরেই রয়েছে মোটর সাইকেল ও সাইকেলের পার্কিং স্ট্যান্ড। সেই স্ট্যান্ড পরিচালনার দায়িত্বে রয়েছেন ঠিকাদার সংস্থার লোকজন । সাইকেল ও মোটর সাইকেল ছাড়াও অন্য যেকোন যানবাহন হাসপাতাল চত্ত্বরে পার্কিংয়ের করলে তার ভাড়া মেটাতে হয় ঠিকাদার সংস্থার লোকজনকে ।পার্কিংয়ের ভাড়ার টাকা দেওয়া নেওয়াতেও স্ট্যান্ড কর্তৃপক্ষ যে বিধিনিষেধ তা দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে ।পার্কিং স্ট্যান্ডের ঠিকাদার কিংশুক মণ্ডল বলেন , “বিশ্ব জুড়ে মহামারি সৃষ্টি করেছে কোভিড -১৯ ভাইরাস। সেই কারণে হাসপাতাল চত্ত্বরে নানা সতর্কতা মূলক পদক্ষেপও নেওয়া হয়েছে।আতঙ্কিত কিংশুক বলেন ,স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকার করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় নানা পদক্ষেপ নিয়েছে । দেশ জুড়ে চলছে লকডাউন।কিন্তু এত কিছুর পরেও প্রতিদিন দেশজুড়ে আত্রান্তের সংখ্যা বেড়ে চলেছে । কিভাবে সংক্রমণ ছড়াচ্ছে তা একপ্রকার সকলেরই বোধগম্যের বাইরে রয়েগেছে । কিংশুক বলেন ,এই অবস্থায় কোন কিছুকেই আর তারা হালকা ভাবে নিতে চাইছেন না ।তিনি জানালেন,বর্তমান সময়েও টাকা নানা জনের হাতঘুরে তাদের কাছে আসছে ।
টাকাতেও মারণ করোনা ভাইরাস রয়ে থাকার সম্ভাবনা থাকতে পারে । সেই জন্যই তারা সিদ্ধান্ত নিয়েছেন গাড়ি পার্কিংয়ের ভাড়া বাবদ লোকজন যে টাকা দেবেন সেই টাকা স্যানিটাইজারে চুবিয়ে রোদে শুকনো করার পর তবেই তা ক্যাশ বাক্সে ভরবেন ।কিংশুকের দাবি তারা যে ভাবে টাকা গ্রহন করছে তা দেখে অন্যরাও একই পথ অবলম্বন করলে ভাইরাস সংক্রমণ রোখা সম্ভব হবে । ”যদিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক প্রণব কুমার রায় জানিয়েছেন ‘ টাকা থেকে ভাইরাস সংক্রমণ ছড়াতে পারে এমন কোন বিষয় ওনার জানানেই । ’