আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আবারও করোনা পজিটিভ রিপোর্ট এলো পূর্ব বর্ধমানে।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ফের পূর্ব বর্ধমানে করোনা আক্রান্তের হদিস মিললো।দিন পাঁচেক আগে জেলার খণ্ডঘোষ এলাকায় এক ব্যক্তির দেহে করোনা ভাইরাসের পজিটিভের সন্ধান পাওয়া যায়।ওই ব্যক্তি কলকাতার মেটিয়াবুরুজে একটি বেসরকারী পোশাক তৈরির কারখানায় কাজ করেন।তাঁর চিকিৎসা চলছে দুর্গাপুরের একটি কোবিড হাসপাতালে।

ওই ব্যক্তির শরীরে সংক্রমণের রিপোর্ট কোভিড পজিটিভ মেলার পরই তাঁর পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে পাঠানো হয়।শুত্রুবার সকালে পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায় জানিয়েছেন, জেলা থেকে যাঁদের নমুনা পাঠানো হয়েছিল গতকাল তার রিপোর্ট এসেছে।তাঁরমধ্যে পরিবারের সাতজনের শরীরে সংক্রমণের নেগেটিভ এসেছে।

সেখানে ন’ বছরের এক কিশোরীর(আক্রান্ত ব্যক্তির ভাইজি) নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে। মনে করা হচ্ছে জেলায় প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় এই সংক্রমণ ছড়িয়েছে। শনিবার ভোরেই ওই কিশোরীকে দুর্গাপুরের কোভিড লেভেল ৩ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুর শরীরে পজিটিভ মেলায় নতুন করে উদ্বেগ বাড়লো প্রশাসনের। আতঙ্ক ছড়ালো এলাকাতেও।

 

See also  বিশ্বজুড়ে করোনা আতঙ্ক তবু থেমে থাকেনি কবির কলম

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি