আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিতর্কিত পোষ্টার

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
প্রসেনজিৎ রায় ( পূর্ব মেদিনীপুর ) :- জ ফের পূর্ব মেদিনীপুরের মেছেদা বাজার এলাকায় কেউ বা কারা ছড়ালো তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিতর্কিত পোষ্টার।পূর্ব মেদিনীপুর জেলার তৃনমুল ট্রেড ইউনিয়নের সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে ছড়ানো হয়েছিলো এই পোষ্টার।তবে পোষ্টারে অভিযোগ করা হয়েছিলো তৃনমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের নামে।কিন্তু কোন নোতা বা নেত্রীর নাম উল্লেখ ছিলো না।
প্রসঙ্গত গতসপ্তাহেও একইরকম ভাবে পোষ্টার ছড়ানো ছিলো মেছেদা চত্বরে।তবে এই অভিযোগ তৃনমূল শ্রমিক সংগঠনের জেলা নেতা দিব্যেন্দু রায় সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।তিনি আরো বলেন,যারা করছে রাতের অন্ধকারে করছে।তাঁরনামে মিথ্যে অভিযোগ তুলে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে।তবে যাদের অভিযোগ থাকবে তাদের কারোর নাম উল্লেখ নেই।তবে বিষয়টি কে বা কারা করছে থানায় তদন্তের জন্য বলা হয়েছে।
পাশাপাশি এ বিষয়ে তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম মাইতি জানান,এসব বিজেপির চক্রান্ত।দিব্যেন্দু বাবু যথেষ্টই রাজনৈত্যিকভাবে স্বচ্ছ মানুষ।ভোটের আগে দলকে ও তসপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক সংগঠনের নামে ভিত্তিহীন অভিযোগ দেওয়া হচ্ছে।এই পোষ্টার প্রসঙ্গে মেছেদা এলাকার বিজেপি নেতা বামদেব গুছাইত জানান,তৃনমূল নেতারা টাকা ছাড়া কিছু চেনেন না।তাপবিদ্যুৎ কেন্দ্রের একাধিকবার এই রকম বিতর্কিত পোষ্টার সেটাই প্রমান করুক  l (
See also  চলতি মাসের শেষ রবিবারেও খোলা থাকবে ব্যাঙ্ক, সিদ্ধান্ত জানাল RBI

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি