কৃষ্ণ সাহা ( সেহারা ) :- পূর্ব বর্ধমান জেলার সেহারা অঞ্চলে সেহারা পূর্বপাড়া আইসিডিএস সেন্টার থেকে শিশুদের অভিভাবকদের চালডাল দেওয়া হচ্ছে। কিন্তু অভিভাবকদের অভিযোগ সেই ডাল অতি নিম্নমানের। ভালোভাবে নিরীক্ষণ করলে দেখা যাবে ডালে একেবারে পোকায় ভর্তি। এই ডাল খেলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে শিশুদের। সরকারি তরফ থেকে বলা হয়েছিল যে, আইসিডিএস সেন্টারের পাঠরত প্রত্যেক শিশুদের উচ্চমানের চাল ডাল দেওয়ার কথা বলা হয়েছিল।
কিন্তু সেহারা অঞ্চলের আইসিডিএস সেন্টারে তার ব্যাতিক্রম ঘটছে। যদিও এ বিষয়ে আইসিডিএস কর্মীদের দাবি, বর্ষাকালের জন্যই ডালে পোকা ধরে গেছে। এর জন্য তাদের কিছু করার নেই। নির্দেশ মত শুধু তারা চাল ডাল বিলি করছেন। তাদের দাবি, এই ডাল যদি ছাত্র-ছাত্রীদের বিলি করার দু’একদিন আগে আনা হতো তাহলে হয়ত এমনটা ঘটনা ঘটতো না। কিন্তু এই ডাল বহুদিন আগে থেকে সঞ্চয় করে রাখা হয়েছে। যার কারণে পোকা ধরে গিয়েছে। আইসিডিএস সেন্টার থেকে পোকা যুক্ত অত্যন্ত নিম্নমানের চাল ডাল পেয়ে ক্ষোভ দিয়েছেন অভিভাবকরা।