শারদীয়া উৎসবের আগে পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার ছোট বৈনান গ্রামে প্রখ্যাত জ্যোতিষী মনোজ চট্টোপাধ্যায় আয়োজন করলেন এক বিশেষ বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এদিন ৩১৫ জন দুঃস্থ, অসহায় ও গরিব মানুষের হাতে নতুন বস্ত্রসহ কম্বল, লাইফবয় সাবান, ময়দা এবং শিমুই তুলে দেন তিনি।
শারদীয় উৎসবের আনন্দে যাতে গরিব মানুষরাও নতুন পোশাক পরে সামিল হতে পারেন, সেজন্যই মনোজ চট্টোপাধ্যায় এই উদ্যোগ গ্রহণ করেছেন। গত বছরের তুলনায় এ বছর আরও বেশি মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে, যা তাঁর উদ্যোগের প্রতি মানুষের আস্থা বাড়িয়েছে।
ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা
মনোজ চট্টোপাধ্যায় জানান, একসময় তিনি নিজেও অর্থাভাবের কারণে শারদীয় উৎসবে নতুন পোশাক কিনতে পারেননি। সেই অভিজ্ঞতা থেকেই তিনি প্রতিজ্ঞা করেছিলেন, ভবিষ্যতে তিনি দুঃস্থ মানুষের পাশে দাঁড়াবেন। তাঁর এই উদ্যোগ দরিদ্র মানুষগুলির মধ্যে বড় আকারে প্রশংসিত হয়েছে, এবং আগামী বছর আরও ৫০০ জনকে নতুন বস্ত্র বিতরণের আশ্বাস দিয়েছেন তিনি।
সাইবার সচেতনতা প্রচার
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবডিহি থানার পুলিশ আধিকারিকরাও। তাঁরা এদিন সাইবার প্রতারণা সম্পর্কে উপস্থিত সাধারণ মানুষদের সচেতন করেন। এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে কীভাবে সচেতন থাকতে হবে তা নিয়ে আলোচনা করা হয়, যা গ্রামের মানুষের মধ্যে সাইবার নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে সহায়ক হবে।
মনোজ চট্টোপাধ্যায়ের এই উদ্যোগ উৎসবের আনন্দকে সকলের মধ্যে ভাগ করে নেওয়ার এক সুন্দর প্রয়াস। তাঁর মানবিক উদ্যোগ মানুষের মন জয় করেছে এবং দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে সাহায্য করেছে।