আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ক্যানিং এ ক্লাব দখলকে ঘিরে সংঘর্ষ, জখম দশ জন ভর্তি হাসপাতালে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,ক্যানিং : এবার ক্লাবের জায়গা দখল কেন্দ্র করে সংঘর্ষ,উওেজনা। এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে খবর। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে এই ঘটনাটি ঘটেছে।জানা যাচ্ছে, ক্যানিংয়ের নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম হাতামারি গ্রামে দীর্ঘদিন ধরে একটি ক্লাব রয়েছে।

সম্প্রতি ভোলানাথ নস্কর নামে এক ব্যক্তি সেই ক্লাব সংলগ্ন জায়গা কেনেন। এরপর থেকেই তিনি ওই ক্লাবটিকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ।ক্লাব সদস্যদের দাবি, ইতিমধ্যেই ক্লাবের একাধিক সদস্যদের নানা ধরণের মামলায় ফাঁসিয়েছেন। মঙ্গলবার বিকেলে জোর করে ক্লাবের জায়গা দখল করতে যান ভোলানাথ ও তাঁর অনুগামীরা।তখন গ্রামের মানুষজন ও ক্লাবের সদস্যরা বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। আর এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।আর এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।


এই ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। এদিকে আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।সেখানে চিকিৎসা চলছে তাদের।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।বাকি দের খোঁজে তল্লাশি করছে পুলিশ।

See also  ৫০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ কলকাতা কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি