মাধবডিহি,, পূর্ব বর্ধমান__ ত্রাণ সামগ্রী বিতরণে এবার এগিয়ে এলো সিভিক ভলেন্টিয়ার্সরা। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মাধবডিহি থানার সিভিক ভলেন্টিয়ার শেখ সইফুদ্দিন ও তার সহকর্মী সিভিক ভলেন্টিয়ারা একত্রিত হয়েই এই উদ্যোগ।তাদের দলে ছিল মত এগারো জন। আলমপুর এবং মাধবডিহি গ্রাম মিলিয়ে মোট পঁচিশটি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন তারা।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, তিন কেজি চাল,সাড়ে সাতশ পেঁয়াজ, দেড় কেজি আলু,এক প্যাকেট করে বিস্কুট।এছাড়াও দিয়েছেন সাবান। পরবর্তী ক্ষেত্রে আবারো 35 জনকে খাদ্য সামগ্রী তুলে দেবার সংকল্প করেছেন। এর সাথে প্রত্যেকটা মানুষকে সচেতন করেছেন করোনা মোকাবিলার জন্য।
সরকার নির্ধারিত সমস্ত রকম বিধিনিষেধ তাদের প্রত্যেককে মেনে চলে তার জন্য বারবার বুঝিয়েছেন মানুষকে। সাবান দিয়ে হাত ধুতে বলেছেন, মাস্ক করতে বলেছেন, তার সাথে সাথে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশও দিয়েছেন সিভিক ভলেন্টিয়ার্স রা।