আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আবারও জেলা সফরে মুখ্যমন্ত্রী, আগামী সপ্তাহে বর্ধমানে প্রশাসনিক বৈঠক ও পরিষেবা প্রদান কর্মসূচি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আগামী সপ্তাহে ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ২৬ আগস্ট মঙ্গলবার তিনি পৌঁছাবেন বর্ধমানে। সেখানে পূর্ব ও পশ্চিম বর্ধমানের প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের হাতে সরাসরি পরিষেবা তুলে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে জেলাজুড়ে প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যেই জোরদার হয়েছে। বিশেষ করে খারাপ আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কারে চলছে দ্রুত কাজ, যাতে সফরে কোনও সমস্যার মুখোমুখি হতে না হয়।

প্রশাসনিক বৈঠকে দুই জেলার আধিকারিক ছাড়াও জেলা পরিষদের সভাধিপতি ও কর্মাধ্যক্ষরা উপস্থিত থাকবেন। এদিন মুখ্যমন্ত্রী সরাসরি ভূমিপট্টা প্রদান করতে পারেন বলেও জানা গিয়েছে। শুধু তাই নয়, জেলা সফরে এসে রাস্তা ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত একাধিক প্রকল্পের শিলান্যাস করার সম্ভাবনাও রয়েছে।

এদিকে মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি চলছে তৎপরতার সঙ্গে। ইতিমধ্যেই জেলা শাসক আয়েশা রানি এ, পুলিশ সুপার সায়ক দাস এবং অন্যান্য আধিকারিকরা সম্ভাব্য সভাস্থল পরিদর্শন করেছেন। প্রথমে বর্ধমান পুলিশ লাইনের মাঠ ও মিউনিসিপ্যাল স্কুল মাঠের মধ্যে আলোচনার পর চূড়ান্তভাবে সভার জন্য নির্ধারণ করা হয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের মাঠকে। জানা গিয়েছে, সভা শেষে মুখ্যমন্ত্রী জিটি রোড ধরে পুলিশ লাইন পর্যন্ত পদযাত্রায় অংশ নিতে পারেন।

এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, “মুখ্যমন্ত্রীর সভার বিষয়ে প্রশাসনিক মহল প্রস্তুতি শুরু করেছে। মুখ্যমন্ত্রীর হাত ধরে একাধিক প্রকল্পের সূচনা হওয়ায় কথা রয়েছে। তবে এখনও এই বিষয়ে চূড়ান্ত তালিকা তৈরি হয়নি।”

See also  ভাতারের বামশোর গ্রামে একটি লরি বাস কে পাস দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল নয়ানজুলিতে, অল্পের জন্য প্রাণে বাঁচেন চালক ও খালাসী।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি