আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কয়লাপাচারকাণ্ডে তিহার জেল থেকে বিকাশ মিশ্রকে আসানসোলে এনে নিজেদের হেফাজতে নিল সিবিআই

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কয়লাপাচারকাণ্ডে তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে শুক্রবার আসানসোল সিবিআই আদালতে তোলা হয়। সিবিআই তাকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানায়। আদালত বিকাশকে ৭ দিনের সিবিআই রিমান্ডের নির্দেশ দিয়েছে। আগামী ২২ এপ্রিল বিকাশ মিশ্রকে আবার আসানসোলের সিবিআই আদালতে তোলা হবে।

প্রসঙ্গত, গত ১৬ মার্চ কয়লা-কাণ্ডে দিল্লি থেকে বিকাশ মিশ্রকে গ্রেফতার করেছিল ইডি। দিল্লিতে গ্রেফতারের পরে তাকে ৬ দিনের হেফাজতে নিয়েছিল ইডি। সেই মেয়াদ শেষে গত ২২ মার্চ থেকে তিহার জেলে স্থান হয় বিকাশের। সেখান থেকে সিবিআইয়ের একটি দল শুক্রবার তাকে আসানসোল সিবিআই আদালতে নিয়ে আসে। জানা গেছে বৃহস্পতিবার তিহার জেল থেকে বিকাশ মিশ্রকে দূরন্ত এক্সপ্রেসে ধানবাদে নিয়ে আসা হয়। সেখান থেকে এদিন সকালে সড়কপথে বিকাশকে আনা হয় আসানসোল সিবিআই আদালতে। গরু ও কয়লা পাচারের মামলায় বিকাশকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চেয়ে দিল্লিতে প্রডাকশন ওয়ারেন্ট পাঠিয়েছিলো সিবিআই। তিহার জেল সেই আবেদন মঞ্জুর করে। তারপরেই সিবিআই আদালতে নিয়ে আসা হয় বিকাশ মিশ্রকে।

অন্যদিকে, ভাই গ্রেফতার হলেও, বিনয় মিশ্র এখনও বেপাত্তা। এদিকে, মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে গত কয়েক দিন ধরে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি সিবিআই।

See also  ৯ লক্ষ মানুষের বসবাস, নেই সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে অগ্নিনির্বাপক কেন্দ্র; অসহায় দক্ষিন দামোদর ! খন্ড - ১

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি