ইউক্রেনের খারকিভে আটকে পূর্বস্থলীর চুপি কালীতলা এলাকার বাঙালি যুবক.শুক্রবার সকাল থেকেই উৎকণ্ঠায় পরিবার. ২০১৮ সালের পূর্বস্থলীর চুপি কালিতলা এলাকার বাসিন্দা শেখ আকিব মোহাম্মদ খারকিভ ন্যাশনাল মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ার জন্য যায়.
বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের মধ্যে আটকে সেখানেই বাঙালির এই যুবক. গতকাল বৃহস্পতিবার থেকে তাঁকে রাখা হয়েছে আন্ডারগ্রাউন্ডে,তার সাথেই রয়েছে পাঁচশোজন ভারতীয় ছাত্রছাত্রী. আকিবের চেহারা হেলদি হওয়ার কারণে আন্ডারগ্রাউন্ডের নিচে শ্বাসকষ্টের মধ্যে রয়েছে সে.
পাশাপাশি সে পরিবারকে আরো জানিয়েছে, সেখানে ইতিমধ্যেই বন্ধ হয়েছে এটিএম. তাঁর কাছে রয়েছে কেবলমাত্র কিছু শুকনো খাবার আতঙ্কের মধ্যে বাঙালি এই পড়ুয়া. পূর্বস্থলীর চুপি বাড়িতে উৎকণ্ঠার মধ্যে মা, বাবা, মামাসহ পরিবারের লোকেরা. অবিলম্বে সরকার ভারতীয় ছাত্রদের ফেরানোর ব্যবস্থা করুক চাইছেন পরিবারের লোকেরা.