হাতেগোনা মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা SIR ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া ৪ ই ডিসেম্বর তারপরেই শেষ। তার মধ্যেই বর্ধমানের নবনীড় বৃদ্ধাশ্রমের মা বাবাদের ভোটার লিস্টে নাম তোলার প্রক্রিয়া নিয়ে চিন্তিত রয়েছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।
তিনি জানিয়েছেন এই বৃদ্ধাশ্রমে ৭৪ জন বৃদ্ধ মা বাবারা রয়েছেন তাদের ছেলে মেয়ে কেউ নেয় ।বাসস্থানের জায়গা অনুযায়ী তাঁদের বাড়িতে পৌঁছাবেন BLO প্রতিনিধিরা কার্যত সেখানে পৌঁছে এনাদের খুঁজে পাবেন না তাই এই বৃদ্ধাশ্রমে আমি তাদের রেখেছি তাদের সকল এর কাছে ভোটার কার্ড আধার কার্ড আছে কিন্তু সেই সমস্ত জায়গার কোনো নথিপত্র নেই তাদের কাছে।

তাদের নতুন করে বাসস্থান হয়েছে এই বৃদ্ধাশ্রম, তারা এখানকার অর্থাৎ বৃদ্ধাশ্রমের বাসিন্দা হয়েছে তাই তারা যাতে সকলেই ভোটারধিকার হতে পারেন সকলেই যাতে নিজের নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন সেই ব্যবস্থা তিনি করছেন, বিধায়ক খোকন দাস জানিয়েছেন বর্ধমান জেলাশাসক এবং প্রশাসন আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেছেন আর তাদের নির্দেশমতোই সেই প্রক্রিয়া আমরা চালু করব। যাতে এই বৃদ্ধাশ্রমের সমস্ত বৃদ্ধ মা বাবা ভারতীয় নাগরিক হয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন নিজেদের ভোট নিজেরা দিতে পারেন।
খোকন দাসের এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন যে এই সমস্ত মানুষদের জন্য তিনি এইভাবে চিন্তা ভাবনা করেছেন।
পাশাপাশি মূলত বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ বাবা মায়েদের জন্য বিশেষ স্বাস্থ্য শিবির আয়োজন করেছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস,সম্প্রতি সময়কালে SIR নিয়ে নিয়ে আতঙ্কিত ,যাতে এইসব বৃদ্ধাশ্রমে থাকা মানুষদের আরনকে কোনরকম এই বিষয় নিয়ে আতঙ্কিত হয়ে না পড়েন সেই বিষয়ে সচেতন বিধায়ক খোকন দাস ।
বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট কৃষকসেতু নিউস বাংলা








