আমিরুল ইসলাম ( সুন্দরবন ) :- বর্ধমান গ্রীন হান্টার, সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ও দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবনের গোসাবা এলাকার সোনাগাও এ অসহায় 500 টি পরিবারের হাতে ত্রাণ তুলে দিলো | গদখালি থেকে লঞ্চে 2 ঘন্টার রাস্তা অতিক্রম করে ত্রাণ পৌছালো এই তিনটি স্বেচ্ছাসেবী সংস্থা | এতো দারিদ্র অসহায় তারপর ইয়াস এ লন্ডভন্ড হয়ে গেছে সোনাগাও এলাকার মানুষের |
তিন লক্ষ টাকার চাল, ডাল, আলু পিয়াঁজ, চিরে, চিনি, সেনিটারি নেপকিন, কাপড় জামা এমনকি বাচ্চাদের খাতা পেন্সিল ও প্রদান করা হয় | এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রীন হান্টার এর সম্পাদক রাকেশ খান, সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সহ সম্পাদক তথা দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের সম্পাদক মোল্লা সফিকুল ইসলাম, দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের সহ সম্পাদক কৃষ্ণ সাহা, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার মণ্ডল সহ অনেক বিশিষ্ট ব্যক্তিরা | ওই এলাকার মানুষেরা সাংবাদিকদের এই ধরণের কাজে এলাকার মানুষেরা খুব খুশি | তারা বলেন সাংবাদিকরা খবর সংগ্রহ করতে আসে কিন্তূ ত্রাণ বিলি করতে দেখিনি |